আলিপুরদুয়ার, ২৪ ফেব্রুয়ারি: পাগলা কুকুরের আতঙ্কে তটস্থ আলিপুরদুয়ারবাসী। গত ৪৮ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় ১২৫ জন। এদের মধ্যে ৭২ জন ভরতি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বাকি ৫৩ জন হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন। শহরের ইটখোলা, হাসপাতালপাড়া, মিলন সংঘ, বাবুপাড়া, হঠাৎ কলোনি, শোভাগঞ্জ, শান্তিনগর, দত্তপাড়া এলাকায় কুকুরের হামলার ঘটনা বেশি ঘটছে।
পাগলা কুকুরের কামড়ে আলিপুরদুয়ারে জখম ১২৫ - bite
পাগলা কুকুরের আতঙ্কে তটস্থ আলিপুরদুয়ারবাসী। গত ৪৮ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় ১২৫ জন। এদের মধ্যে ৭২ জন ভরতি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বাকি ৫৩ জন হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন।
আলিপুরদুয়ার শহর ও আশপাশের এলাকায় পাগলা কুকুরের তাণ্ডবে জেরবার এলাকাবাসী। এখনও পর্যন্ত কুকুরের কামড়ে জখম ১০৩ জন পুরুষ, ৩ জন শিশু ও বাকি মহিলা। এমন কী কয়েকটি গবাদি পশুকেও কুকুরে কামড়েছে। কাউকে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে তো কাউকে পিছন দিক থেকে তাড়া করে কামড়ে দিয়েছে। মরিচবাড়ির বাসিন্দা মদন নাগাসিয়ার পায়ের মাংস খুবলে নিয়েছে। তিনি আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কুকুরের ভয়ে শিশুদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না অভিভাবকরা। হাসপাতাল চত্বরেও গতকাল অনেকগুলো কুকুরকে ঘুরতে দেখা গেছে।
অন্যদিকে একসঙ্গে এত মানুষকে কুকুরে কামড়ানোর জেরে হাসপাতালে ভ্যাকসিনের সংখ্যাও কমে এসেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে আক্রান্তদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, NRS-এর কুকুর নিধন বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হতে পারে।