আলিপুরদুয়ার, 17 এপ্রিল : ভর-দুপুরে লোকালয়ে চিতাবাঘ ৷ বীরপাড়া দেবী শিমুল এলাকায় আজ দুপুরে একটি চিতাবাঘ গাছে উঠে পড়ে ৷ তাকে নামিয়ে আনার জন্য পৌঁছন বনকর্মীরা ৷ চিতাবাঘের খবর পেয়ে ঘটনাস্থানে বহু মানুষ জড়ো হন ৷
গাছের ডালে চিতাবাঘ দেখতে ভিড় - আলিপুরদুয়ার
চিতাবাঘটি কীভাবে ওই এলাকায় এল তা খতিয়ে দেখছেন বনকর্মীরা ৷
এ যেন একেবারে সেল্ফ কোয়ারানটাইন ৷ বীরপাড়া দেবী শিমুল এলাকায় আজ দুপুরে একটি চিতাবাঘ ঢুকে পড়ে ৷ একটি শিমুল গাছের উপর সেটি উঠে পড়ে ৷ স্থানীয় বাসিন্দারা দুপুর একটা নাগাদ তাকে দেখতে পান ৷ তাঁরাই বনদপ্তরে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বনকর্মীরা ৷ চিতাবাঘটির বয়স আনুমানিক পাঁচ বছর বলে বনদপ্তর সূত্রে খবর ৷ বনকর্মীরা সেটিকে নামানোর চেষ্টা করেন ৷ লোকালয়ে এভাবে চিতাবাঘটি বেশি সময় থাকলে মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করছে বনদপ্তর ৷ চিতাবাঘটি যাতে কোনওভাবে আঘাত না পায়, তার জন্য সেখানে জাল বিছানো হয়েছে ৷ বনকর্মীরা এলাকায় পাহারা দিচ্ছেন ৷ এদিকে লকডাউন উপেক্ষা করে চিতাবাঘটিকে দেখতে সেখানে ভিড় জমায় মানুষজন ৷