পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইয়াং ছেলেরা তো সুন্দরীদের দেখেই আপ্লুত হয়ে পড়ে : ক্ষিতি গোস্বামী - rsp

মিমি, নুসরতের রাজনৈতিক সচেতনতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন RSP-র সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামী। তিনি বলেন, "নুসরত একজন সুন্দরী নায়িকা। এই নিউ জেনারেশনের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে এই সুন্দর সুন্দর মুখগুলো তো একটা ফ্যাক্টর বটেই।"

kshiti

By

Published : Mar 16, 2019, 9:53 PM IST

আলিপুরদুয়ার, ১৬ মার্চ : মিমি, নুসরতের রাজনৈতিক সচেতনতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন RSP-র সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামী। এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের নাম ঘোষণা করা হয়েছে।

আজ আলিপুরদুয়ারে এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় ক্ষিতিবাবু বলেন, "মিমি একজন শিল্পী। শিল্পীকে ছোটো করে দেখা উচিত না। কিন্তু তা হলেও একটা ওজনের প্রশ্ন থাকে। পার্লামেন্ট ইলেকশন তো। যিনি যাবেন তাঁকে পার্লামেন্টে বলতে হবে। পার্লামেন্টে অনেক বিষয় রয়েছে। যেগুলো বুঝতে হবে, বুঝে বলতে হবে। সেগুলো মানুষকে এসে আবার বোঝাতে হবে। তো সেইসব দিকে একটু এলেমদারি দরকার। "

নুসরত জাহান প্রসঙ্গে তিনি একই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "নুসরত একজন সুন্দরী নায়িকা। এই নিউ জেনারেশনের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে এই সুন্দর সুন্দর মুখগুলো তো একটা ফ্যাক্টর বটেই। এদের দেখে নতুন প্রজন্ম উত্তেজিত, আহ্লাদিত, ইমোশনাল হয়ে পড়ে। নিউ জেনারেশনরা ভাবে এইসব প্রার্থীদের কাছে গিয়ে হাতটা ছোঁব। শতাব্দী যখন দাঁড়িয়েছিলেন তখন হাতটা ছোঁয়ার জন্য লোকে দৌড়ে দৌড়ে আসত। ইয়াং ছেলেরা তো সুন্দরীদের দেখেই আপ্লুত হয়ে পড়ে। "

ABOUT THE AUTHOR

...view details