পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যকে হুঁশিয়ারি কেএলও নেতার - ভিডিও বার্তা

ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন রাজবংশীরা ৷ এর জন্য় রাজ্য় সরকারকেই দায়ী করে ভিডিয়ো বার্তায় হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ ৷ তাঁর সাফ কথা, শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হাজার হাজার কেএলও সৈনিক প্রস্তুত রয়েছেন তার যোগ্য জবাব দেওয়ার জন্য ৷

wb_apd_02_klo_jiban_warning_video_10008
ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যকে হুঁশিয়ারি কেএলও নেতার

By

Published : May 5, 2021, 7:21 PM IST

আলিপুরদুয়ার, 5 মে :বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ঘটে চলেছে হিংসা ও সংঘর্ষের ঘটনা ৷ গত দু’দিনে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছেন অন্তত 10 জন ৷ কোচবিহারেও রাজনৈতিক হিংসার ছবিটা একই রকম ৷ এই মুহূর্তে ঘর ছাড়া রয়েছেন জেলার এক হাজারেরও বেশি মানুষ ৷ দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক ৷ এই পরিস্থিতির জন্য রাজ্য়কে দায়ী করে প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ ৷

পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ অসমের বেশ কিছু অংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ ৷ তাঁর অভিযোগ, কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অনবরত হামলা হচ্ছে ৷ আর তার জন্য রাজ্য প্রশাসনই দায়ী ৷

এই প্রেক্ষাপট তুলে ধরে ভিডিয়ো বার্তার মাধ্যমে রাজ্য সরকারকে সতর্ক করলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ ৷ তিনি তাঁর এই বার্তায় স্পষ্টভাবেই রাজবংশী সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ৷

আরও পড়ুন :রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির

জীবনের বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল বছরের পর বছর ধরে রাজবংশী মানুষদের শোষণ করেছে ৷ তাই অন্য সমস্ত দল ছেড়ে রাজবংশীদের একত্রিত হওয়া উচিত ৷ জীবনের দাবি, রাজনৈতিক হিংসার জেরে পার্শ্ববর্তী রাজ্য অসমে গিয়ে আশ্রয় নিয়েছে শীতলকুচির বাসিন্দা কয়েক হাজার পরিবার ৷ কেএলও নেতার হুঁশিয়ারি, আগামী দিনে শীতলকুচি কাণ্ডের পুনরাবৃত্তি হলে হাজার হাজার কেএলও সৈনিক প্রস্তুত রয়েছেন তার যোগ্য জবাব দেওয়ার জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details