আলিপুরদুয়ার, 5 মে :বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ঘটে চলেছে হিংসা ও সংঘর্ষের ঘটনা ৷ গত দু’দিনে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছেন অন্তত 10 জন ৷ কোচবিহারেও রাজনৈতিক হিংসার ছবিটা একই রকম ৷ এই মুহূর্তে ঘর ছাড়া রয়েছেন জেলার এক হাজারেরও বেশি মানুষ ৷ দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক ৷ এই পরিস্থিতির জন্য রাজ্য়কে দায়ী করে প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ ৷
পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ অসমের বেশ কিছু অংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ ৷ তাঁর অভিযোগ, কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অনবরত হামলা হচ্ছে ৷ আর তার জন্য রাজ্য প্রশাসনই দায়ী ৷