আলিপুরদুয়ার, 24 জানুয়ারি : আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ির মধ্যে রেললাইনে প্রায়ই বন্যপ্রাণী আহত ও নিহত হচ্ছে । তা রুখতে গতকাল রেল ও বনদপ্তরের আধিকারিকরা যৌথ পরিদর্শন সারলেন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার । স্পেশাল ট্রেনে উত্তরবঙ্গের 5 টি বড় অরণ্য পরিদর্শন করেন । মহানন্দা, চাপড়ামারি, গোরুমারা, জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্প ।
পরিদর্শনের পর রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক অমরমোহন ঠাকুর বলেন, "রেলপথের দুপাশে রেলচালকদের দৃশ্যমান্যতা বাড়াতে আগাছা ও জঙ্গল সাফাই করতে হবে । এছাড়া অবাঞ্ছিত গাছ থাকলে তা সরাতে হবে । হাতি সহ অন্য বড় বন্যপ্রাণীর করিডর চিহ্নিত করা হয়েছে । বিন্নাগুড়ি থেকে রাজাভাতখাওয়ার মধ্যে তিনটি আন্ডারগ্রাউন্ড পাসের প্রস্তাব রয়েছে । এনিয়ে দ্রুত কাজ শুরু হবে ।"
উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানিয়েছেন,"পরিদর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । হাতির নির্দিষ্ট গতিবিধি, করিডরগুলি রেলের সামনে তুলে ধরা হয়েছে । কোথাও রেললাইনের ধারে গাছের সমস্যা থাকলে তাও চিহ্নিত করা হয়েছে । রেলের প্রস্তাব আমাদের প্রস্তাবকে পাশাপাশি রেখে আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে । এতে বন্যপ্রাণীর মৃত্যু অনেকটা কমানো সম্ভব হবে ।"