পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে বন্যপ্রাণীদের সুরক্ষায় 5টি অরণ্যে যৌথ পরিদর্শন রেল ও বনকর্তাদের - উত্তরবঙ্গে বন্যপ্রাণ সুরক্ষা

বন্যপ্রাণ সুরক্ষার খাতিরে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির মধ্যেকার রেললাইনে যৌথ পরিদর্শন করলেন রেল ও বনদপ্তরের আধিকারিকরা ।

উত্তরবঙ্গে বন্যপ্রাণ সুরক্ষার্থে রেল ও বনকর্তাদের 5টি অরণ্য যৌথ পরিদর্শন
উত্তরবঙ্গে বন্যপ্রাণ সুরক্ষার্থে রেল ও বনকর্তাদের 5টি অরণ্য যৌথ পরিদর্শন

By

Published : Jan 24, 2021, 2:02 PM IST

আলিপুরদুয়ার, 24 জানুয়ারি : আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ির মধ্যে রেললাইনে প্রায়ই বন্যপ্রাণী আহত ও নিহত হচ্ছে । তা রুখতে গতকাল রেল ও বনদপ্তরের আধিকারিকরা যৌথ পরিদর্শন সারলেন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার । স্পেশাল ট্রেনে উত্তরবঙ্গের 5 টি বড় অরণ্য পরিদর্শন করেন । মহানন্দা, চাপড়ামারি, গোরুমারা, জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্প ।

পরিদর্শনের পর রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক অমরমোহন ঠাকুর বলেন, "রেলপথের দুপাশে রেলচালকদের দৃশ্যমান্যতা বাড়াতে আগাছা ও জঙ্গল সাফাই করতে হবে । এছাড়া অবাঞ্ছিত গাছ থাকলে তা সরাতে হবে । হাতি সহ অন্য বড় বন্যপ্রাণীর করিডর চিহ্নিত করা হয়েছে । বিন্নাগুড়ি থেকে রাজাভাতখাওয়ার মধ্যে তিনটি আন্ডারগ্রাউন্ড পাসের প্রস্তাব রয়েছে । এনিয়ে দ্রুত কাজ শুরু হবে ।"

উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানিয়েছেন,"পরিদর্শনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । হাতির নির্দিষ্ট গতিবিধি, করিডরগুলি রেলের সামনে তুলে ধরা হয়েছে । কোথাও রেললাইনের ধারে গাছের সমস্যা থাকলে তাও চিহ্নিত করা হয়েছে । রেলের প্রস্তাব আমাদের প্রস্তাবকে পাশাপাশি রেখে আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে । এতে বন্যপ্রাণীর মৃত্যু অনেকটা কমানো সম্ভব হবে ।"

আরও পড়ুন : আলিপুরদুয়ারে চিতাবাঘের হানায় জখম চা শ্রমিক

বিশেষজ্ঞদের একাংশ বলেন, প্রচুর বন্যপ্রাণী মারা গিয়েছে । যে উদ্যোগ শুরু করা হল তা ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে । তবেই রেলপথে বন্যপ্রাণীদের মৃত্যু শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে । সীমান্ত রেলের তরফে জানা গেছে, যৌথ পরিদর্শন আগামীতেও চলবে ।

উল্লেখ্য, রেলপথে বন্যপ্রাণীদের অকাতরে মৃত্যু ঠেকাতে আগামী বছর থেকেই আধুনিক প্রযুক্তি নির্ভর স্পেশাল এ্যালার্মের একটি পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে । তবে তার আগে 164 কিমি লম্বা রেলপথে বিভিন্ন পরিদর্শনের কাজ চলবে বলে জানা গেছে । ডুয়ার্সের রেলপথে বন্যপ্রাণীদের মৃত্যু প্রায় শূন্যে নামিয়ে আনাই একমাত্র লক্ষ্য । এদিকে, 2004 সাল থেকে শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত 168 কিলোমিটার রেলপথে এখনও পর্যন্ত 72 টি বুনো হাতির মৃত্যু হয়েছে । ট্রেনে ধাক্কায় জখম হয়েছে গন্ডার । মরেছে চারটি চিতাবাঘ । এছাড়াও হরিণ, বাইসন, অজগর, বাঁদর ও ময়ূরের মৃত্যু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details