আলিপুরদুয়ার, 1 মার্ চ: ইন্দো-ভুটান সীমান্তে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে ও চোরাচালান রুখতে দুই দেশের অধিকারিকদের মধ্য়ে এক ম্যারাথন বৈঠক হয়ে গেল মাদারিহাটে ৷ গতকাল মাদারিহাটের জলদাপাড়া ট্যুরিজ়ম লজে প্রতিবেশী ভারত ও ভুটানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় । দ্বিপাক্ষিক বৈঠকে ভূটানের তরফে উপস্থিত ছিলেন সে দেশের আইনশৃঙ্খলা বিভাগের পরিচালক তাসি পেঞ্জর, ছিলেন ভুটানের ফুন্টশোলিং জেলার কমিশনার ওয়াংদি খেসর প্রমূখ । ভারত তথা পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন ৷ ছিলেন তিন জেলা কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা ।
দু' দেশের গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, ইন্দো-ভুটান সীমান্তকে কাজে লাগিয়ে অসমের বেশ কিছু জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে ঢুকছে ৷ এ রাজ্যের জঙ্গলঘেরা পাহাড়ি পথ ব্যবহার করে ভুটানে প্রবেশ করে প্রতিবেশী দেশের দুর্গম এলাকায় প্রশিক্ষণ শিবির তৈরি করছে তারা । পাশাপাশি পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে ভুটান সীমান্ত দিয়ে চোরাশিকারি ও অস্ত্র কারবারিরা চিন ও থাইল্যান্ডে পাচারের কাজ চালাচ্ছে বলেও জানা গিয়েছে । এদিন সীমান্ত নিরাপত্তার এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় বৈঠকে ৷