পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাপ্পার হুমকি পেয়ে ভোটকর্মীদের ঢুকতে বাধা তুফানগঞ্জে - locals

কোচবিহারের তুফানগঞ্জে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়নি। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নয় এই দাবিতে ভোটকর্মীদের বুথে ঢুকতে বাধা দেন স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি স্বাভাবিক হয়। বুথে ঢুকতে পারেন ভোটকর্মীরা।

বুথের বাইরে ভোটকর্মীরা

By

Published : Apr 10, 2019, 11:01 PM IST

Updated : Apr 11, 2019, 12:01 AM IST

আলিপুরদুয়ার, 10 এপ্রিল: রাত পোহালেই ভোট রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে। তার আগে আজ আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা এলাকার 6 নম্বর বুথ ধলপলে কেন্দ্রীয় বাহিনী না মেলায় ভোটকর্মীদের বুথে ঢুকতে বাধা দেন স্থানীয়রা। ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, "CI (সার্কেল ইনস্পেক্টর) বলছে আপনারা সবাই এখানে দাঁড়িয়ে থাকবেন ওইদিকে ভোট এমনিতেই হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনের সময় যেরকম করে ছাপ্পা হয়েছে ওইরকম করেই হবে।" তবে CI-এর নাম তাঁরা বলতে পারেননি। স্থানীয়দের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া এলাকায় ভোট করা যাবে না।

ভিডিয়োয় দেখুন
অন্যদিকে স্থানীয়দের বিক্ষোভের জেরে অনেকক্ষণ খোলা মাঠেই বসে থাকেন ভোটকর্মীরা। পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের বোঝান পুলিশকর্মীরা। শেষমেশ ভোটকর্মীরা বুথে ঢোকেন।
Last Updated : Apr 11, 2019, 12:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details