আলিপুরদুয়ারে উদ্ধার 40 লাখ টাকার বেআইনি মদ - Illegal liquor recovered at Alipurduar
লকডাউনের পর থেকেই দেশ জুড়ে মদের হাহাকার শুরু হয়েছে । এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে আন্তঃরাজ্য মদের চোরাচালান চক্র ।
আলিপুরদুয়ার, 29 এপ্রিল: অরুণাচল প্রদেশ থেকে অসম হয়ে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল । তার আগেই আলিপুরদুয়ারে আটক করা হল 391 কার্টুন বিলিতি মদ ও 250 কার্টুন ক্যান বিয়ার বোঝাই লরি । আটক হওয়া মদের আনুমানিক বাজার মূল্য 40 লাখ টাকা ।
আন্তঃরাজ্য মদ পাচারের অভিযোগে লরির চালক কমল কুমারকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ । পুলিশ জানিয়েছে, 391টি কার্টুনে 18768 বোতল এবং 250টি কার্টুনে 6000 ক্যান বিয়ার রয়েছে । লকডাউনের পর দেশ জুড়ে মদের হাহাকার শুরু হয়েছে । এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে আন্তঃরাজ্য মদের চোরাচালান চক্র ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি থেকে একটি লরি আটক করে কুমারগ্রাম থানার পুলিশ । লরিটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহুজাতিক সংস্থার তৈরি 391 কার্টুন মদ ও 250 কার্টুন ক্যান বিয়ার । আন্তঃরাজ্য মদ পাচারের অভিযোগে ওই লরির চালক উত্তরপ্রদেশের বাসিন্দা কমল কুমারকে গ্রেপ্তার করে পুলিশ । আটক লরির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলা পুলিশ ।
বাজেয়াপ্ত করা ওই বিপুল টাকার মদ আবগারি দপ্তরের হেপাজতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি । এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷