পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে - উত্তরবঙ্গ

আগামী দু'দিনও উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।

ফাইল ফোটো

By

Published : Jun 26, 2019, 9:31 PM IST

আলিপুরদুয়ার, 26 জুন : উত্তরবঙ্গে আগামী দু'দিনও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । পাশাপাশি, আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ভুটান পাহাড়ে গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা । তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । কয়েকটি নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । তৈরি রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলি।

গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ

  • কালিম্পং 410 মিলিমিটার
  • কুমারগ্রাম 330 মিলিমিটার
  • হাসিমারা 250 মিলিমিটার
  • ফালাকাটা 160 মিলিমিটার
  • বক্সা 150 মিলিমিটার
  • নাগরাকাটা 120 মিলিমিটার

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, 30 জুন বা তার কাছাকাছি সময়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ । তার প্রভাবে দক্ষিণবঙ্গের সক্রিয় হবে মৌসুমি বায়ু । এর ফলে ওড়িশা, ঝাড়খণ্ড সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

এই সংক্রান্ত খবর :ভুটানে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি


দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকবে । আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.01 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.07 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ।

এই সংক্রান্ত খবর :বৃষ্টিতে বিপর্যস্ত ভুটান, ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী

ABOUT THE AUTHOR

...view details