পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hasimara Air Base: 18টি রাফালের সঙ্গে সুখোই-মিগ-এমআই 17, চিনের সঙ্গে বিবাদের আবহে হাসিমারাকে তৈরি রাখছে বায়ুসেনা

পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 18টি রাফাল যুদ্ধবিমান রাখা হয়েছে ৷ তাওয়াংয়ের পরিস্থিতির প্রেক্ষিতে এই সেনা ঘাঁটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বায়ুসেনা (Hasimara Air Base) ৷

ETV Bharat
hasimara air force station

By

Published : Dec 17, 2022, 9:21 PM IST

জলপাইগুড়ি, 17 ডিসেম্বর: হাসিমারা এয়ারবেস বা বিমানঘাঁটি ৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত ভারতীয় বায়ুসেনার এই বিমান ঘাঁটিটি অবস্থানগত ভাবে ও কৌশলগত ভাবেও দেশের নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভারত-চিন ও ভারত-ভুটান সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় এই এয়ারবেস বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ (Hasimara air force station) ৷ সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত-চিনের মধ্যে সীমান্ত সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে ৷ চলতি মাসে এখানে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা ৷ এই প্রেক্ষিতে চিনের মোকাবিলায় হাসিমারাকে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে চাইছে বায়ু সেনা (Hasimara Air Base) ৷

ফ্রান্সের থেকে যে 36টি রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত তার সর্বশেষ অর্থাৎ 36তম যুদ্ধবিমানটি সম্প্রতি এখানে নিয়ে আসা হয়েছে ৷ বর্তমানে 18টি রাফাল যুদ্ধবিমানের 1 স্কোয়াড্রন রাখা হয়েছে হাসিমারা এয়ারবেসে ৷ বাকি 18টি রাফাল রাখা হয়েছে পঞ্জাবের আম্বালা এয়ারবেসে ৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের কথা মাথায় রেখে হাই-অ্যালার্টে রাখা হয়েছে এই বিমানঘাঁটিকে ৷ চলছে বিমান মহড়াও (hasimara air force station put on high alert) ৷

রাফালের পাশাপাশি সুখোই, মিগ, রুদ্র হেলিকপ্টার, এমআই-17 এর মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার রয়েছে হাসিমারার বায়ুসেনা ছাউনিতে । ভৌগলিক দিক থেকে আলিপুরদুয়ারের ভুটান পাদদেশে অবস্থান হাসিমারা এয়ারফোর্স স্টেশনের । ফলে ভারত-চিন সীমান্তে অবস্থার অবনতি হলে প্রথমেই হাসিমারা এয়ারবেস থেকে যুদ্ধবিমানের ডাক পড়তে পারে ৷

আরও পড়ুন:সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে বললেন অমিত শাহ

2020 সালের 20 জুলাই ফ্রান্স থেকে সৌদি আরব হয়ে ভারতে এসেছিল প্রথম রাফাল যুদ্ধবিমান ৷ তারপর গত প্রায় 2 বছরে একে একে 36টি রাফাল এসেছে ভারতে ৷ তারমধ্যে 18টি রাফাল যুদ্ধবিমানকে রাখা হয়েছে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে (Rafale Fighter Jets at Hasimara) ৷ এই মুহূর্তে হাসিমারা-সহ উত্তর-পূর্ব ভারতের সমস্ত বায়ুসেনা ছাউনিকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৷ তাওয়াং পরিস্থিতির জেরে বায়ুসেনা আধিকারিকদের যেমন বৈঠক হয়েছে তেমনি যুদ্ধবিমানের মহড়াও চলছে হাসিমারায়। মাথায় রাখা হচ্ছে ডোকালাম পরিস্থির কথাও (Indo-China border conflict) ৷

আলিপুরদুয়ার জেলার হাসিমারায় স্থিত বায়ুসেনা ছাউনির যুদ্ধে সাফল্যের খতিয়ান কম নয় । এখানকার 18 এবং 22 নম্বর স্কোয়াড্রনের অফিসার এবং পাইলটদের 'প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড'য়ে ভূষিত করা হয়েছে । 1971'র ভারত-পাক যুদ্ধতে হাসিমারার বায়ুসেনার এই দুই স্কোয়াড্রন বিশেষ ভূমিকা নিয়েছিল । 1965 সালে মাত্র 5টি যুদ্ধ বিমান নিয়ে গড়ে ওঠে এই বিমানঘাঁটি ৷ মাত্র 11 সদ্যস্যের 18 স্কোয়াড্রন সেবছর ভারত-পাক দ্বন্দ্বে দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা নেয় ৷ অন্যদিকে, 22 নম্বর স্কোয়াড্রনটি 1971-এর মুক্তিযুদ্ধে লড়েছিল মাত্র 3টি এফ-৮৬ যুদ্ধবিমান নিয়ে । 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হাসিমারায় বায়ুসেনার 18 এবং 22 নম্বর স্কোয়ার্ডনের অফিসার এবং পাইলটদের 'প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড' সম্মানে সম্মানিত করেন ৷

ABOUT THE AUTHOR

...view details