পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধ সরকারি অনুদান, ভিক্ষাই পেশা মধু চা বাগানের শ্রমিকদের একাংশের

মাস চারেক ধরে কোনও দিন অনাহারে, কোনও দিন অর্ধাহারে । এই ভাবেই চলছে তাঁদের জীবন । কেউ কেউ আবার পেটের টানে ভিক্ষার পথও বেছে নিয়েছেন । সহায় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এমনভাবেই দিন কাটছে মধু চা বাগানের 150 জন বৃদ্ধ-বৃদ্ধার ।

Madhu Tea Garden
ফাইল ছবি

By

Published : Jan 11, 2020, 12:00 AM IST

আলিপুরদুয়ার, 10 জানুয়ারি : প্রায় পাঁচ বছর ধরে বন্ধ কালচিনির মধু চা বাগান । তখন থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই বন্ধ চা বাগানে খাওয়ারের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন । সহায় প্রকল্পের মাধ্যমে ওই রান্না করা খাওয়ার সরবরাহ করা হত । কিন্তু আজ মাস ছয়েক ধরে বন্ধ সরকারি অনুদান । বেঁকে বসেছে স্বনির্ভর গোষ্ঠীগুলিও । ফলে একপ্রকার অনাহারেই দিন কাটাছে মধু চা বাগানের প্রায় 150 জন বৃদ্ধ-বৃদ্ধা ।

সরকারি টাকা আসা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছিল স্বনির্ভর গোষ্ঠীগুলি । নিজেদের গ্যাটের টাকা খরচ করেও মাস দু'য়েক সহায় প্রকল্প চালিয়ে যায় তারা । ফলে অর্থের টানে এখন পাকাপাকিভাবে বন্ধ এই প্রকল্প ।

সহায় প্রকল্পের মাধ্যমে বন্ধ চা বাগানে অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের দিনে দু'বেলা খাওয়ানো হত । প্রকল্পের টাকা পুরোটাই বহন করার কথা রাজ্য সরকারের । বন্ধ মধু চা বাগানের প্রায় 150 জন এই প্রকল্পের আওতায় ছিল । বৃদ্ধ-বৃদ্ধারা সকালের এবং দুপুরের খাওয়ার পেতেন এই প্রকল্প থেকে । ওই দুপুরের খাওয়ারেরই কিছুটা তাঁরা রেখে দিতেন রাতের জন্য । তবে সহায় প্রকল্প বন্ধ হওয়ায় এখন অসহায় অবস্থায় না খেয়ে অথবা কোনওরকমে একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা । পেটের দায়ে ভিক্ষাও করছেন অনেকে ।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, "আমরা আমাদের গ্রুপের টাকা দিয়ে মাস দুয়েক চালিয়েছি । কিন্ত আমাদের হাতেও আর টাকা পয়সা নেই । তাই বাধ্য হয়েই খাওয়ানো বন্ধ হয়েছে ।" ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা । ওই প্রকল্প যে ছয় মাস ধরে বন্ধ হয়ে গেছে তাই না কি জানে না ব্লক প্রশাসন।

তবে কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি প্রভাত মুখার্জিকে এই বিষয়ে প্রশ্ন করলে, তিনি খুব শীঘ্র প্রকল্পটি ফের চালু করা হবে বলে আশ্বস্ত করেন ।

ABOUT THE AUTHOR

...view details