জয়গাঁ, 5 জুন : পুলিশ সেজে খেলনা পিস্তল দেখিয়ে জয়গাঁর এক ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করে চার দুষ্কৃতী ৷ প্রাণে মারার হুমকি দিয়ে ফোনও করে ৷ ব্যবসায়ী থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ ৷ ফোন ট্রাক করে শেষে পুলিশের জালে আসে চারজনই ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় ৷ শনিবার ধৃতদের আদালতে তোলা হয় ৷
জয়গাঁ থানার অফিসার অভিষেক ভট্টাচার্য জানান, এমন ঘটনা এই এলাকায় এই প্রথম ঘটল ৷ ধৃতদের মধ্যে একজন ছাড়া বাকিদের বিরুদ্ধে কোনও পূর্ব অভিযোগও নেই ৷ কিরণ শর্মা, সুভাষ লামা, শুভম বিশ্বকর্মা, মিগমা দোরজি গুরুং- এই চারজনকে গ্ৰেফতার করেছে পুলিশ ৷ এদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয় ৷ সেটি খেলনা পিস্তল ।
আলিপুরদুয়ারের জয়গাঁয় প্রতারণার অভিযোগে গ্রেফতার হল চার দুষ্কৃতী ৷ গত 29 মে জয়ঁগা থানার পুলিশ বলে পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী ধর্মকুমার গুপ্তার ঘরে আসে চার দুষ্কৃতী । ধর্মকুমার গুপ্তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে ভয় দেখায় ৷ তারপরই তারা ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা দাবি করে । ওই তিন লক্ষ টাকা জোগাড় করে রাখার হুমকিও দিয়ে যায় । গোটা ঘটনায় ব্যবসায়ীর সন্দেহ হয় ৷ তিনি তৎক্ষণাৎ জয়গাঁ থানায় বিষয়টি জানান ৷ সেদিন থেকে পুলিশ ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে থাকে । শুক্রবার ফের ব্যবসায়ীকে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা । গতকাল রাতেই ব্যবসায়ী জয়গাঁ থানায় লিখিত অভিযোগ জানান ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ ফোন ট্র্যাক করে চারজনকেই গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন : পান্ডুয়ায় বাজ পড়ে মৃত এক, আহত তিন