আলিপুরদুয়ার, 22 মার্চ:বক্সার জঙ্গলে এবার থেকে প্রতি মঙ্গলবার করে কোনও পর্যটক ঢুকতে পারবেন না (Tourists Entering Bans at Buxa on Every Tuesday)৷ এমনই নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) তথা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায় ৷ আগামী 1 এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে ৷ নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তাহে এই একদিন পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা থাকছে ৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির গাইডলাইন মেনেই জঙ্গল পর্যটনে একদিন করে লাগাম টানা হচ্ছে । সারাবছরই দেশি-বিদেশি বহু পর্যটক বক্সার জঙ্গলে আসেন । আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রতিদিনই পর্যটকরা জঙ্গলে যেতে পারতেন । তবে এবার থেকে মঙ্গলবার এই জঙ্গলে পর্যটকদের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা (Alipurduar News)৷
সরকারি নির্দেশ মেনে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।এবার প্রতি মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল । ওই বিশেষ দিনে বন্ধ থাকবে জিপসি সাফারি । দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে বা জাতীয় উদ্যানে সপ্তাহে এক দিন করে পর্যটকদের প্রবেশ বন্ধের নিয়ম চালু আছে । এই নিয়মটির ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserved)। তবে এবার এখানেও বিজ্ঞপ্তি জারি করল বন দফতর ৷