আলিপুরদুয়ার,3 জুন : মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 1 লাখ 70 হাজার টাকার সেগুন কাঠ উদ্ধার করল জলদাপাড়া জাতীয় উদ্যানের বীড়পাড়া রেঞ্জ।গোপন সুত্রে খবর পেয়ে পাগলি ঝোড়া নদীতে অভিযান চালানো হয় । বনকর্মীরা একটি ছোটো গাড়িকে তাড়া করে গাড়িটিকে ধরে ফেলে। রেঞ্জার জানিয়েছেন, কাঠ সহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
বনদপ্তরের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ - কাঠমাফিয়া
বনাঞ্চল ধ্বংস করে চলছে কাঠ পাচার । অভিযোগ, কাঠ মাফিয়ারা টাকার লোভ দেখিয়ে চা বলয়ের শ্রমিকদের এই কাজে লাগাচ্ছে । মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর উদ্ধার করল লক্ষাধিক টাকার সেগুন কাঠ ।জলদাপাড়া জাতীয় উদ্যানের বীড়পাড়া রেঞ্জের রেজ্ঞার জানান, কাঠ সহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
লকডাউনের মধ্যে ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল থেকে কাঠ পাচারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। কোরোনার জেরে ডুয়ার্সের চা বলয়ের অধিকাংশ আদিবাসী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে । এই কর্মহীনতার সুযোগ নিয়ে কাঠমাফিয়ারা সক্রিয় হয়ে উঠে জঙ্গলমহলে। অভিযোগ, চা বলয়ের শ্রমিকদের টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গল ধ্বংসের কাজে লাগিয়েছে এই মাফিয়া চক্র। এর জেরেই ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভ থেকে শুরু করে জলদাপাড়া, গরুমারার বিস্তীর্ণ জঙ্গলে শুরু হয়েছে জঙ্গল নিধন । এই কাঠ মাফিয়াদের হাত থেকে জঙ্গল বাঁচাতে তৎপর হয়েছে বনদপ্তর। লকডাউন চলার সময় ডুয়ার্সের জঙ্গল মহল থেকে প্রায় 50 লাখ টাকার মত কাঠ উদ্ধার করেছে বনদপ্তর। তবুও বনদপ্তরের নজর এড়িয়ে লকডাউনের মাঝে জঙ্গল থেকে পাচার হয়ে গিয়েছে কোটি, কোটি টাকার গাছ।
বনদপ্তরের অভিযানেই গতকাল রাতে উদ্ধার হলো লক্ষাধিক টাকার সেগুন কাঠ। বীড়পাড়া রেঞ্জের রেঞ্জার দরজি শেরপা জানান, মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বীরপাড়া পাগলি ঝোড়া নদীতে একটি ছোটো গাড়ি বোঝাই কাঠের লক উদ্ধার করা হয়েছে।