আলিপুরদুয়ার, 13 জুলাই: হিমাচলের ভয়াবহ ছবি ধরা দিল আলিপুরদুয়ারে ৷ হড়পা বানে বিপর্যস্ত জেলার বিস্তীর্ণ এলাকা । ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে খরস্রোতা পানা নদীর জল কালচিনির মেচ পাড়ার ঢুকে সব তছনছ করে দিয়েছে ৷ স্থানীয়দের উদ্ধার করতে নামানো হয়েছে সেনাবাহিনী ও বায়ুসেনাকে । বিন্নাগুড়ি ও হাসিমারার দুই ইউনিটকে কালচিনির মেচপাড়াতে পাঠানো হয়েছে । তাঁরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন । স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে ৷
ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলো খরস্রোতা হওয়ায় নদীর জল ঢুকে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় ৷ এ বারও তাই হয়েছে । পাহাড়ে লাগাতার বৃষ্টির জলে প্লাবিত হয় বাংরি নদী । নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের হান্টা পাড়ার একটি আইসিডিএস সেন্টার । নদী গ্রাস করেছে আইসিডিএস সেন্টারের ঘর । ভুটানগামী এশিয়ান হাইওয়ে দলসিংপাড়া এলাকায় প্রধান সড়ক দিয়ে নদী বইছে । এলাকার প্রচুর ঘর জলমগ্ন । যাতায়াত সম্পূর্ণ বন্ধ ৷ তীব্র সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ।
রাতভর বৃষ্টিতে কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় গোবরজ্যোতি নদীর উপরের সেতু ধসে গিয়েছে । ভারত ও ভুটানের মধ্যে সংযোগকারী 48 নম্বর এশিয়ান হাইওয়ের উপর সেতুটির 50 মিটার অংশ ধসে গিয়েছে ৷ ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে । সড়ক পথে পায়ে হেঁটেও কারওকে যেতে দেওয়া হচ্ছে না । আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে । স্বাভাবিক কারণেই ওই আন্তর্জাতিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে পথের দুই পাশে আটকে পড়েছেন বহু মানুষ । আটকে রয়েছেন দুই দেশের যাত্রীরা ।
আরও পড়ুন:ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে বাড়ছে মৃত্যু, হলুদ সতর্কতা উত্তরাখণ্ডে