আলিপুরদুয়ার, 31 মে : আলিপুরদুয়ারে কোরোনায় আক্রান্ত হলেন আরও পাঁচজন । তাঁরা প্রত্যেকেই ভিনরাজ্য থেকে ফিরেছেন । এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 14। ইতিমধ্যেই চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চারদিন আগে ভিনরাজ্য থেকে আসা এক মহিলা সহ পাঁচ জনকে মাদারিহাটের এক কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । জেলা স্বাস্থ্য বিভাগের তরফে ওই পাঁচজনের সোয়াবের নমুনা সংগ্রহ করে ফালাকাটার সুপারস্পেশালিটি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট পজ়িটিভ আসে। এরপরই তাঁদের সোয়াবের নমুনা আবারও সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতেই রিপোর্ট পজ়িটিভ আসে। এরপরই তপসিখাতা থেকে ওই পাঁচজনকে শিলিগুড়ির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়।