আলিপুরদুয়ার, 13 এপ্রিল : সকালে হঠাৎই উধাও হয়ে যায় তিনটে ছাগল ৷ ছাগল খুঁজতে গিয়েই বাধে বিপদ ৷ ছাগল শিকারি চিতাবাঘ হঠাৎই ঝাঁপিয়ে পড়ে চার গ্রামবাসীর উপর ৷ চিতাবাঘের হামলায় জখম হয় এক প্রাক্তন বনকর্মী সহ পাঁচজন গ্রামবাসী । মঙ্গলবার সকালে সুলকাপাড়ার খয়েরবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে ৷
জানা গিয়েছে, গ্রামে একটি চিতাবাঘ ঢুকে তিনটি ছাগলকে মেরে ফেলে । গ্রামবাসীরা প্রথমে চিতাবাঘ ঢুকে আসার ঘটনা বুঝতে পারেনি ৷ ছাগলগুলিকে খুঁজতে যান বিজয় ওরাওঁ, লুৎফর রহমান, রাকেশ সোনার, জীবন শোনার ও পাসোয়ান তামাং । ছাগলগুলিকে খুঁজতে গেলে অতর্কিতে আক্রমণ করে চিতাবাঘটি ৷ এরপরই একটি ঝোঁপের মধ্যে লুকিয়ে পড়ে চিতাবাঘটি । খবর পেয়েই খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন । জখমদের উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার মধ্যে পাসোয়ান তামাং নামে প্রাক্তন বনকর্মীকে গুরুতর জখম অবস্থায় মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে ।