আলিপুরদুয়ার, 14 ফেব্রুয়ারি : বক্সার জঙ্গলে আগুন ৷ সংকটের মুখে বন্যপ্রাণ ৷ শুক্রবার দুপুরে বক্সা টাইগার রিজা়র্ভের দমনপুর রেঞ্জের 31/c জাতীয় সড়কের ধারে কালকূট জঙ্গলে আগুন লেগে যায় । জঙ্গলের প্রায় বেশ কিছুটা আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৷
বক্সার জঙ্গলে আগুন, সংকটে বন্যপ্রাণ - বক্সার জঙ্গল
বক্সার জঙ্গলে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে । জানালেন বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা কল্যাণ রাই ৷
দমনপুর রেঞ্জ থেকে মাত্র এক কিলোমিটার দূরের জঙ্গলে আগুন লাগলেও খবর ছিল না রেঞ্জ অফিসে । ধীরে ধীরে আগুন ছড়াতে থাকে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় । হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, ''এভাবে জঙ্গলে আগুন লাগলে জঙ্গলের সরীসৃপ কুলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে । বক্সার জঙ্গলে বিভিন্ন প্রজাতির সাপ, মাকড়শা, নানা ধরনের কীটপতঙ্গ রয়েছে । এদের মধ্যে উল্লেখযোগ্য বিরল প্রজাতির কিং-কোবরা সাপ ।''
জঙ্গলে আগুন লাগার ফলে সংকটের মুখে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী । বক্সা টাইগার রিজার্ভের এক শীর্ষ কর্তা কল্যাণ রাই বলেন, "আমরা খবর পেয়েছি । রেঞ্জ থেকে আমাদের কর্মীদের ঘটনাস্থানে পাঠিয়েছি । আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে ।" তিনি বলেন যেহেতু 31/c জাতীয় সড়কের ধারে এই জঙ্গল, তাই কোন লরি চালকের অসর্তকতায় এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে । ডিসেম্বর থেকে তিন চার মাস জঙ্গল শুকনো থাকে । এই সময় মানুষকে সর্তক থাকতে হবে । পাশাপাশি বন দপ্তরকেও এ ধরনের ঘটনা রুখতে আরও সজাগ থাকতে হবে ।''