পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাবানল নাকি আগুন লাগানো হয়েছে জলদাপাড়ায় ? ধন্দে বন বিভাগ - Fire broke out in Jaldapara

গত রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানে আগুন লাগার ঘটনায় পুড়ে যায় গন্ডারের চারণভূমি ৷ বিশ্ব বন্যপ্রাণ দিবসের দিনেই এই সংকট পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷

Jaldapara
জলদাপাড়ায় আগুন

By

Published : Mar 3, 2020, 12:33 PM IST

Updated : Mar 3, 2020, 12:44 PM IST

আলিপুরদুয়ার, 3 মার্চ : দাবানল নয়, আগুন লাগানো হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে ৷ এমনটাই ইঙ্গিত পাচ্ছে বন্যপ্রাণী বিভাগ । জলদাপাড়া জাতীয় উদ্যানের ইস্ট রেঞ্জের মালঙ্গি বিটে গতরাতে আগুন লাগে । আগুনে পুড়ে যায় গন্ডারের বাসস্থান । যদিও উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷

জাতীয় উদ্যানের যে এলাকায় আগুন লেগেছে সেটা আসলে গন্ডারের চারণভূমি । কিছুদিন আগেই জাতীয় উদ্যানে কয়েকটি গন্ডার মারাও গিয়েছিল । তবে গতরাতে আগুন লাগার ঘটনাটিকে স্রেফ দাবানল হিসেবে দেখতে নারাজ বন বিভাগ ৷ চোরাশিকারি থেকে শুরু করে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগানো, কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না বন বিভাগের আধিকারিকরা ৷

আজ বিশ্ব বন্যপ্রাণ দিবস ৷ এমন একটা দিনে এভাবে গন্ডারের বাসস্থান পুড়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷

গতকালের আগুনে পুড়ে গেছে বেশ কয়েক হেক্টর তৃণভূমি ৷ এরফলে তৃণভোজীদের খাদ্যের জোগানে টান পড়তে পারে বলেও মনে করছে উদ্যান কর্তৃপক্ষ । তৃণভূমিতে থাকতে গন্ডাররা থাকতে পছন্দ করে ৷ তাদের খাদ্যেরও সংস্থান হয় এখান থেকেই ৷ ফলে গন্ডার লোকালয়ে চলে আসারও একটা প্রবণতা থাকতে পারে বলে মনে করছে বন বিভাগ ।

জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, "কীভাবে আগুন লাগল সেটা দেখার বিষয় । এই সময় জঙ্গলে আগুন লাগানোর প্রবণতা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে । সেটা থেকেও আগুন লাগতে পারে ।"

গতরাতে আবহাওয়া অনুকূল ছিল না ওই এলাকায় ৷ বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছিল মাঝেমধ্যে ৷ সেই থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান করছে বন বিভাগ ৷ এদিকে রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন, "আগুন আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গলে এমনিতে লাগে না । তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে হবে । যেখানে আগুন লেগেছে সেটা জলদাপাড়া জাতীয় উদ্যানের মুক্ত বনভূমি । আমরা বিষয়টির উপর নজর রাখছি ।"

Last Updated : Mar 3, 2020, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details