আলিপুরদুয়ার , 2 এপ্রিল : কোরোনা মেকাবিলায় যথেষ্ট তৎপর রাজ্য ৷ আজ জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জীবাণুনাশক স্প্রে করা হল ৷ আলিপুরদুয়ারে কোয়ারান্টাইন সেন্টার তৈরি হওয়ার 24 ঘন্টার মধ্যেই আজ প্রশাসনিকভবন স্যানিটাইজ়েশনের কাজ হল ৷ আলিপুরদুয়ার দমকল বিভাগের তরফে এই কাজ করা হয় ।
আজ বেলা 12টা থেকে 15 জন দমকলকর্মী মিলে ছ'তলার প্রশাসনিক ভবন জীবাণুমুক্ত করার কাজ করেন । জেলার প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দুরত্বে রয়েছে ইন্ডোর স্টেডিয়াম ৷ সেখানেই তৈরি করা হচ্ছে কোয়ারান্টাইন সেন্টার । সেখানে সেন্টারের কাজ প্রায় শেষ পর্বে ৷ তার আগেই ডুয়ার্সকন্যায় জীবাণুনাশক স্প্রে করে স্যানিটাইজ়েশনের কাজ করলেন দমকল বিভাগের কর্মীরা ।