পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ার পৌরসভায় ফাইল চুরি ; দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ BJP-র - tmc

চলতি মাসের 11 তারিখ আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক হাউজ় ফর অলের কিছু জরুরি ফাইল তলব করেন । তখনই ফাইল চুরির বিষয়টি নজরে আসে ।

ফাইল

By

Published : Jul 19, 2019, 2:45 PM IST

আলিপুরদুয়ার, 19 জুলাই : আলিপুরদুয়ার পৌরসভা থেকে চুরি গেছে হাউজ় ফর অল প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল । এর জেরে পৌরসভার চার অস্থায়ী কর্মীকে শোকজ় করল আলিপুরদুয়ার সদরের মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ । CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে খোদ মহকুমাশাসক ।

চলতি মাসের 11 তারিখ আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক হাউজ় ফর অলের কিছু জরুরি ফাইল তলব করেন । তখনই ফাইল চুরির বিষয়টি নজরে আসে । অভিযোগ, এরপরই ফাইল চুরির ঘটনা চাপা দেওয়ার জন্য পৌরকর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা করেন প্রশাসক কৃষ্ণাভ ঘোষ । বিষয়টি জানাজানি হওয়ার পর শোরগোল পড়ে যায় পৌরসভার অন্দরে । শুরু হয় তদন্ত । শোকজ় করা হয় অস্থায়ী চার পৌরকর্মীকে ।

আলিপুরদুয়ার পৌরসভার বিদায়ি তৃণমূল চেয়ারম্যান আশিস দত্ত বলেন, " হয়ত কোনও কোনও কাউন্সিলর হাউজ় ফর অল প্রকল্পে দুর্নীতিতে যুক্ত । নেই আমি বলব না । তবে শুধু যে তৃণমূল কাউন্সিলররা জড়িত তা নয় । বামফ্রন্টের কাউন্সিলররাও এর সঙ্গে জড়িত । ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসক । যে চারজনকে শোকজ় করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে যাবে । "

আলিপুরদুয়ার জেলা BJP সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "কারা এই ফাইল চুরি করছে? কেন করছে তার পূর্ণ তদন্ত চাই । পৌরসভায় কে কে ঘর পেয়েছে তা জানতে RTI করেছি । মহকুমাশাসককে তদন্ত করতে বলেছি । হাউজ় ফর অল প্রকল্পের দুর্নীতি ধামাচাপা দিতেই এই ফাইল চুরি হয়েছে । ফাইল চুরিতে পৌরসভার বিদায়ি কাউন্সিলরদের সঙ্গে অফিস কর্মীদের যোগাযোগ আছে । বিদায়ি কাউন্সিলরদের মদতেই এই ফাইল চুরি হয়েছে ।"

পৌরসভার সিভিল ইঞ্জিনিয়র কমলকৃষ্ণ মণ্ডল বলেন, "আমি সেসময় কলকাতায় একটা মিটিংয়ে ছিলাম । এটা পৌরসভার নিজস্ব ব্যাপার । আমি কিছু বলতে পারব না । যা বলার প্রশাসক বলবেন ।" যদিও কৃষ্ণাভ ঘোষ এবিষয়ে কোনও মন্তব্য করেননি ।

দিন 15 আগে আলিপুরদুয়ার পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে হাউজ় ফর অল প্রকল্পে উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদার । এই নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পথে নামে জেলা BJP । BJP-র তরফ থেকে পৌরসভার প্রশাসককে ঘেরাও করা হয় ।
সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৌরসভা থেকে হাউজ় ফর অল প্রকল্পের ফাইল চুরির ঘটনায় তৃণমূলের কাউন্সিলরদের হাত দেখছে BJP ।

ABOUT THE AUTHOR

...view details