পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিককে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবতি ও তার বাবা - গ্রেপ্তার বাবা ও মেয়ে

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 19 বছরের আলম ইসলাম। সারাদিন খোঁজাখুঁজির করে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে বীরপাড়ায়। ঘটনায় প্রেমিকা ও তার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের।

alipurduar murder
alipurduar murder

By

Published : Aug 6, 2020, 1:14 PM IST

আলিপুরদুয়ার, 6 অগাস্ট: প্রেমিককে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবতি ও তার বাবা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়ায়। মৃতের নাম আলম ইসলাম (19)।

বীরপাড়া সারদা পল্লির বাসিন্দা আলম ইসলাম। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয় আলম। এরপর আর বাড়ি ফেরেনি সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জানা যায় এক টোটোচালক ও কয়েকজন আলমকে হাসপাতালে নিয়ে গেছে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই আলমে মা লতিফা বেগম প্রেমিকা ও তার বাবার বিরুদ্ধে বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করে । এরপর বীরপাড়ার ক্ষুদিরাম পল্লির বাসিন্দা উকবর আলি ও তার মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধের ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে আমলের।

বীরপাড়া থানার OC পালজোর ভুটিয়া জানিয়েছেন, "ধৃত দু'জনকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। এরপর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details