আলিপুরদুয়ার, 2 সেপ্টেম্বর: পাহাড়ি খরস্রোতা নদী পার হতে গিয়ে দলছুট হয় সে৷ এমনকী জলের তোড়ে ভেসে যাচ্ছিল৷ আট মাসের হস্তিশাবককে নদীতে ঝাঁপিয়ে পড়ে বাঁচাল চার রাখাল৷
জলের তোড়ে ভেসে যাচ্ছিল হস্তিশাবক, নদীতে ঝাঁপিয়ে বাঁচাল চার রাখাল - Alipurduar
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বক্সা টাইগার রিজার্ভে৷ ভুটান সীমান্তের রায়ডাক নদীতে ভেসে যাচ্ছিল হাতিটি৷
জঙ্গলে গরু চরাতে গিয়ে ভেসে যেতে দেখে রাখালেরা৷ এরপরই তাঁরা শাবককে উদ্ধার করে। তবে মানুষের সংস্পর্ষে আসায় দলছুট সেই শাবককে প্রথা মেনে দলে ঠাই দেয়নি জংলি হস্তিকূল। অবশেষে বন দপ্তরের সহযোগিতায় হস্তি শাবকের ঠাই হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায়। বন দপ্তরের চিকিৎসকের তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসা চলছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বক্সা টাইগার রিজার্ভে৷ রায়ডাক রেঞ্জের ময়নাবাড়ি বিটের ভারত-ভুটান সীমান্তের রায়ডাক নদীতে ভেসে যাচ্ছিল হাতিটি৷ মঙ্গলবার সকালে স্থানীয় চারজন রাখাল জঙ্গলে গরু চরাতে যায় তখনই তাঁরা হাতিটিকে জলের তোড়ে ভেসে যেতে দেখে। এরপর নদীতে ঝাপিয়ে পড়ে হস্তিশাবকটিকে নিশ্চিৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করে তাঁরা। নদীর ওপারে দলছুট হস্তিশাবকটির গোটা পরিবার দাঁড়িয়ে থাকলেও শাবকটিকে আর ফিরিয়ে নেয়নি তারা।
বক্সা টাইগার রিজার্ভের অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, হাতিটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। বর্তমানে শাবকটি সুস্থ রয়েছে।