আলিপুরদুয়ার, 24 এপ্রিল : ভয় নেই এখন । রাস্তায় গাড়ি কম । মানুষজন তাড়িয়ে দেবে? সেই বা কোথায় । সবাই তো ঘরবন্দী । তাই রোজই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে পশুর দল । বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে বাইসন, হরিণ, গন্ডার বা হাতির মতো জন্তুরা । লোকলয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে চিতাবাঘকেও । গতকাল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ঢুকে পড়ে হাতির দল। ঘর ভেঙে এক বস্তা ধান খেয়ে নেয় তারা । আরেক বস্তা ধান শুঁড়ে পেঁচিয়ে জঙ্গলে ঢুকে যায় । এমন ঘটনা এই এলাকায় রোজই ঘটায় চিন্তায় এলাকাবাসী ।
লকডাউনে বাইরে বেরনো যাবে না । এই ভেবে বাড়িতেই সাধ্যমতো ধান, চাল, গম মজুত করে রেখেছেন আলিপুরদুয়ারের বনবস্তি, চা বলয়ের মানুষজন । কিন্তু রোজই মজুত খাদ্য বাড়িতে থেকে পালিয়ে নিয়ে যাচ্ছে হাতির দল । গতকাল কালচিনি ব্লকের বাসিন্দা রত্ন বাহাদুর সার্কির বাড়ি থেকে একবস্তা ধান খেয়ে নেয় একদল দাঁতাল । তাতেই শেষ নয় । এক বস্তা ধান নিয়ে পালিয়েও যায় তারা । বাড়িতে দাঁতালের হানায় ভয়ে শালবাগানে রাত কাটে দম্পতির ।