পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাবককে সঙ্গে নিয়ে মাদারিহাটের লোকালয়ে তাণ্ডব বুনো হাতির - আলিপুরদুয়ার

শাবককে সঙ্গে নিয়ে গতকাল রাতে এক বুনো হাতি মাদারিহাট এলাকায় তাণ্ডব চালায় । স্থানীয় এক লজের পাঁচিলও ভেঙে দেয় হাতিটি ।

Elephant attack in Alipurduar
লোকালয়ে হাতির হামলা

By

Published : Jun 10, 2020, 7:23 PM IST

আলিপুরদুয়ার, 10 জুন : গভীর রাতে শাবককে নিয়ে লোকালয়ে তাণ্ডব চালাল এক বুনো মা হাতি । আজ ভোরে মাদারিহাটের একটি হোটেল ও লজের দেওয়াল ভেঙে ফেলে ওই হাতি । হাতির ভয়ে লজের ছাদে রাত কাটাতে বাধ্য হন ম্যানেজার পিনু রায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটে নাগাদ জলদাপাড়া বনাঞ্চল থেকে লোকালয়ে হানা দেয় একদল হাতি । গ্রামে ঢুকে হাতির দলটি বিভিন্ন দলে ভাগ হয়ে যায় । এই দলের মধ্যে থেকে নিজের সন্তানকে নিয়ে খাবারের সন্ধানে আলাদা অভিযান চালায় এক বুনো হাতি । একের পর এক হোটেল, লজে হামলা করে । সেই সঙ্গে প্রচণ্ড শব্দে এলাকা দাপিয়ে বেড়ায় । বনদপ্তরের লোকজনকে দেখে ভয় পাওয়া দূর, শাবককে সঙ্গে নিয়ে হামলা অব্যাহত রাখে হাতিটি ।

তবে আজ ভোরে জঙ্গলের দিকে চলে যায় হাতির দল । জঙ্গলে ঢোকার আগের মুহুর্তে দুই বাড়ির পাঁচিল ভেঙে দেয় হাতিটি । বেসরকারি লজের ম্যানেজার পিনু রায় জানান, “আমরা ঘুমিয়ে ছিলাম । হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে জেগে যাই । দেখি হাতি লজের পাঁচিল ভাঙছে । ভয়ে লজের বাইরে বের হইনি । সোজা ছাদে গিয়ে আশ্রয় নিই । উপর থেকে দেখি হাতির শাবক সঙ্গে রয়েছে ।”

লজের পাঁচিল ভেঙেছে বুনো হাতি

জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, “রাতে পাহারা বাড়ানো হয়েছে । সন্ধের পর খুব বেশি কাজ না থাকলে মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । লকডাউনের জেরে এমনিতে তাড়াতাড়ি সব নিস্তব্ধ হয়ে যায় । তাই হাতির পাল তাড়াতাড়ি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে ।”

মাদারিহাটে গত এক সপ্তাহ ধরে লাগাতার হাতির হামলা চলছে । সাত দিনে বুনো হাতির তাণ্ডবে কয়েক লাখ টাকার ফসল নষ্ট হয়েছে । সোমবার হাতির হানায় প্রাণ হারিয়েছেন এক স্থানীয় বাসিন্দা । ক্ষেতের ফসল ছাড়াও মাদারিহাটের মেঘনাথ সাহা কলোনি, অশ্বিনী নগর, পিঙ্কি চৌপথি এলাকার বিঘার পর বিঘা কলাবাগান, সুপারি বাগান নষ্ট হয়েছে জলদাপাড়ার দামালদের তাণ্ডবে ।

ABOUT THE AUTHOR

...view details