পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফালাকাটায় হাতির হামলা, ক্ষতিগ্রস্ত 7টি পরিবার - Alipurduar

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ফালাকাটার সাতটি পরিবার ৷

ছবি
ছবি

By

Published : Oct 4, 2020, 2:38 PM IST

আলিপুরদুয়ার, 4 অক্টোবর : হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ফালাকাটার সাতটি পরিবার ৷ 12টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে । হাতির দল চা বাগানের বাসিন্দাদের ঘরে মজুত রাখা ধান, গম, চাল, আটা লুট করে জঙ্গলে চম্পট দেয় ।

ধারাবাহিক হাতির হামলায় এখন প্রবল আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে । আজ ভোররাতে ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রাম ও তাসাটি চা বাগানের জিরকু লাইনে হাতির দল তাণ্ডব চালায় । সংশ্লিষ্ট ব্লকের বেংকান্দি গ্রামের একাধিক ঘর ভেঙে তছনছ করে দেয় । অপর দিকে তাসাটি চা বাগানের জিরকু লাইনের একাধিক দোকান ভেঙে তছনছ করে দেয় তারা ৷ পাশাপাশি ঘরে থাকা চাল, আটা, গম খেয়ে জঙ্গলের দিকে ফিরে যায় হাতির দলটি ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, রবিবার ভোররাত থেকে হাতির দলটি এলাকায় তাণ্ডব চালালেও কোনও বনকর্মী ঘটনাস্থানে আসেননি । জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানিয়েছেন, ঘটনাস্থানে বনদপ্তরের আধিকারিকরা গিয়েছেন । তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন ।

ABOUT THE AUTHOR

...view details