পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Join BJP: অভিষেকের সফরের মাঝেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাল বিজেপি - অভিষেকের জন সংযোগ যাত্রার শুরু থেকেই উত্তরের জেলায়

অভিষেকের জন সংযোগ যাত্রার শুরু থেকেই উত্তরের জেলায় উত্তেজনা বাড়তে থাকে ৷ আর তারমাঝেই তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি ৷ তৃণমূল কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কয়েক'শো কর্মী-সমর্থক ৷

Etv Bharat
তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাল বিজেপি

By

Published : Apr 27, 2023, 8:57 PM IST

তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাল বিজেপি

আলিপুরদুয়ার, 27 এপ্রিল: জন সংযোগ যাত্রায় এই মুহূর্তে উত্তরবঙ্গে আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর সফরের মাঝেই আলিপুরদুয়ারে তৃণমূলে ভাঙন স্পষ্ট ৷ জন সংযোগ যাত্রার কর্মসূচির মাঝেই তৃণমূল কংগ্রেসে ছেড়ে কয়েক'শো কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দিলেন ৷ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক মনোজ ওড়াওয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন তাঁরা।

অভিষেকের জন সংযোগ যাত্রার শুরু থেকেই উত্তেজনা বাড়তে থাকে ৷ কোচবিহারের শীতলকুচি এবং মাথাভাঙায় পরপর দু'দিন অভিষেকের অনুপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পরেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ ঘটনায় আহতও হয়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল নেতা ৷ যার জেরে এমনিতেই অস্বস্তিতে পড়েছিল দল ৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বৃহস্পতিবার আলিপুরদুয়ার বিধানসভায় ফাটল ধরল তৃণমূলে ৷ বিধানসভার 10/12 নম্বর বুথে এদিন বিজেপির যোগদান কর্মসূচিতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল তৃণমূল কর্মীরা ।

এদিন সকালে কুমারগ্রাম বিধানসভার বারোবিশা চৌপথি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন সংযোগ যাত্রা কর্মসূচিতে যোগ দিতে যান । কুমারগ্রামের সংকোশ শিব মন্দিরে পুজো দিয়ে শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি । এরপর বারোবিশা, আলিপুরদুয়ার ও কালচিনিতে তিনটি জনসভা করেন তিনি । তাঁর এই আলিপুরদুয়ার সফরের মাঝেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করলেন । যার জেরে নতুন করে অস্বস্তিতে পড়েছে দলের জেলা নেতৃত্ব ৷

শালকুমারহাটের তৃণমূলের বুথ সভাপতি ধীরেন বসুমাতা এদিন বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান মনোজ ওড়াও। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ ওড়াওয়ের হাত থেকে দলীয় পতাকা নেন তৃণমূল কংগ্রেসের শালকুমার হাটের বুথ সভাপতি-সহ অন্যান্যরা। জেলায় অভিষেকের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির পাশাপাশি প্রায় 32টি পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় চরম বিপাকে দল। এদিন বিজেপি বিধায়ক মনোজ ওরাও বলেন, "আজ আলিপুরদুয়ারে ভাইপো পা রেখেছে। পিসি ভাইপোকে পাঠিয়েছে, ভাইপো যত ঘোরাঘুরি করছে আমাদের ততই শক্তি বাড়ছে। তিনি দিনেরবেলা এক কথা বলছেন, আর রাতে জেসিবি, ডাম্পার চালাচ্ছেন। তাঁর দুই ধরনের রাজনীতি মানুষ ধরে ফেলেছেন ।" এখন দলে দলে সকলেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন বলে দাবি করেন বিজেপি বিধায়ক । ধীরেন বসুমাতা বলেন, "তৃণমূল কংগ্রেসের যে সব কার্যকলাপ চলছে তাতে ভদ্র মানুষ আর সেখানে থাকতে পারবে না । তাই বিজেপিতে এলাম ।"

আরও পড়ুন: বিকেলেই সন্ধ্যা নামল কলকাতায়, ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details