পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 17, 2020, 7:48 AM IST

ETV Bharat / state

টানা বর্ষণে বিপর্যস্ত পাহাড়, যোগাযোগ বিচ্ছিন টোটোপাড়ার

ভুটান পাহাড় থেকে নেমে আসা বাঙ্গরি নদীর জল বিপদসীমার অপর দিয়ে বইছে ৷ এরফলে জামতলা এলাকায় মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । সাধারণ মানুষ এই কারণে সমস্যায় পড়েছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ৷

totopara disconnected
যোগাযোগ বিচ্ছিন টোটোপাড়ার

আলিপুরদুয়ার, 16 জুন :টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। ভুটান পাহাড় থেকে নেমে আসা বাঙ্গরি নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে ৷ আর এরফলে বর্ষার শুরুতেই যোগাযোগ বিচ্ছিন হয়ে গেল টোটোপাড়ার। টোটোপাড়া যাবার পথে জামতলা এলাকায় মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । নদীর জল বিপদসীমা পার করে রাস্তার উপর দিয়ে বইছে ৷ এর জেরে বন্ধ হয়ে গিয়েছে যানচলাচল ৷

মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টি ৷ ভুটান পাহাড় থেকে নেমে আসা বাঙ্গরি নদীর জলস্তর বৃদ্ধি পায় ৷ একনাগাড়ে বৃষ্টি পড়েছে সারা রাত ৷ এরফলে নদীর জলস্তর বিপদসীমা পার করে যায় ৷ জল নদী ছাপিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে ৷ শুধু বাঙ্গরি নয়, ভুটান পাহাড় থেকে নেমে আসা বাকি নদীগুলিরও জলস্তর বৃদ্ধি পেয়েছে ৷ মাদারিহাট থেকে টোটোপাড়া, হাণ্টাপাড়া, বল্লালগুড়ি যাওয়ার যোগাযোগও সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত সাধারণ জনজীবন ৷ গত বছরেও তিত, বাঙ্গরি ও হাউরি নদীর জল বেড়ে যাওয়ায় বিচ্ছিন হয়ে পড়েছিল টোটোপাড়া । ভুটান পাহাড়ে টানা বর্ষণে প্রতিবছরই দুর্ভোগের শিকার হতে হয় টোটোপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে ৷ এ'বছরেও সেই দুর্ভোগের ছেদ পড়েনি ৷

ভুটান পাহাড় থেকে নেমে আসা বাঙ্গরি নদীতে বড় বড় পাথর ভেসে আসে জামতলা একালায় । এর ফলে মাদারিহাট থেকে টোটোপাড়া যাবার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। টোটোপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিলপিলি টোটো বলেন, "প্রতি বর্ষাতেই মাদারিহাট থেকে টোটোপাড়া যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। বর্ষায় টোটোপাড়া যেন ভারতবর্ষের এক বিছিন্ন দ্বীপে পরিণত হয়ে যায়। আমাদের সাথে বাইরের জগতের কোনও যোগাযোগ থাকে না।" হাসপাতাল থেকে BDO অফিস, জেলা শহরের সাথে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়ে। উপপ্রধান জানান, একটি মাস্টার প্ল্যান করে এই নদীগুলোর বাধ দেওয়ার ব্যাবস্থা করলে সমস্যার কিছুটা সমাধান হবে। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে । স্থানীয় মানুষের অবর্ণনীয় কষ্ট ৷ বৃষ্টির ফলে বহু মানুষ ঘরবন্দী ৷ পৌর প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে ৷

ABOUT THE AUTHOR

...view details