আলিপুরদুয়ার , 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের প্রভাব পড়ল ডুয়ার্সের পর্যটন শিল্পে । আর্থিক ক্ষতির জেরে মাথায় হাত ডুয়ার্সের পর্যটন ব্যাবসায়ীদের । 20 ডিসেম্বর থেকে ডুয়ার্সের পর্যটন শিল্পের ৭০ শতাংশ বুকিং বাতিল হয়েছে । পর্যটন ব্যাবসায়ীদের আশঙ্কা CAA ও NRC- র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের জেরে বাতিল হয়ে যেতে পারে 100 শতাংশ বুকিংই ।
যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কয়েকটি কলকাতাগামী ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব রেল । যার ফলে পর্যটনের ভরা মরশুমেও ডুয়ার্সের বিভিন্ন লজে ইতিমধ্যেই বুকিং বাতিল শুরু হয়েছে । সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলে গেলেও প্রধানত বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছর ডুয়ার্সের জলদাপাড়া সহ বিভিন্ন এলাকায় পর্যটকের ঢল নামে । এবছরও বিভিন্ন সরকারি ও বেসরকারি লজে বুকিং হয়েছিল । কিন্তু ইতিমধ্যে জলদাপাড়া এলাকায় 40 টি বেসরকারি লজের প্রায় 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে ।