পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে চিকিৎসক নিগ্রহে বিক্ষোভ, অভিযুক্তরা পলাতক

আউটডোরে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে চিকিৎসক নিগ্রহে বিক্ষোভ আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ অভিযুক্তরা পলাতক ৷ পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷

By

Published : Sep 4, 2020, 7:22 PM IST

doctor-physically-harassed-protestants-showing-agitation-in-alipurduar
আলিপুরদুয়ারে চিকিৎসক নিগ্রহে বিক্ষোভ

আলিপুরদুয়ার, 4 সেপ্টেম্বর : যুবকের হাতে কর্তব্যরত চিকিৎসক শারীরিক নিগ্রহ হওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনার জেরে আজ আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা পরিষেবা বন্ধ ৷ হাসপাতালের চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখায় ৷ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত বীরপাড়া-মাদারিহাট ব্লকের কয়েকশ রোগী ৷ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ৷ পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে আলিপুরদুয়াররে লঙ্কাপাড়ার এক বাসিন্দাকে জখম অবস্থায় তার পরিবার হাসপাতালে নিয়ে আসে ৷ সেই সময় জরুরি বিভাগে তখন কর্তব্যরত ছিলেন চিকিৎসক অমলেশ পাণ্ডা ৷ অভিযোগ, রোগীকে জরুরি বিভাগে ঢোকানোর পরেই রোগীর পরিবারের এক যুবক অমলেশবাবুর উপর চড়াও হয় ৷ ওনাকে বাঁচাতে এলে অন্য স্বাস্থ্যকর্মীদের উপর সে চড়াও হয় ৷ ওই যুবক মত্ত অবস্থায় ছিল বলে জানা যায় ৷

খবর দেওয়া হয় বীরপাড়া থানায় ৷ ঘটনাস্থানে পুলিশ আসে ৷ সেই সময় অভিযুক্ত ওই যুবক হাসপাতাল থেকে গা ঢাকা দেয় ৷ গতরাতেই অভিযুক্তের বিরুদ্ধে বীরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এর পাশাপাশি ঘটনার তদন্তের স্বার্থে ভিডিয়ো ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ স্বাস্থ্যকর্মীরা সকল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে হাসাপাতালের আউটডোরের সামনে বিক্ষোভ দেখায় ৷

এবিষয়ে আলিপুরদুয়ার জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, "বীরপাড়া হাসপাতালে মাঝেমধ্যেই মত্ত অবস্থায় ওই যুবক ঝামেলা করত ৷ এদিন চিকিৎসকের গায়ে হাত তোলাতেই তার প্রতিবাদ করে অন্য স্বাস্থ্যকর্মীরা ৷ আজ সকাল থেকে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখে ৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে বিক্ষোভ দেখায় ৷"

ABOUT THE AUTHOR

...view details