পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alipurduar DM: ট্রেকিং করে পৌঁছে গেলেন দুর্গম এলাকায়, সাধারণ মানুষকে পরিষেবা দিলেন জেলাশাসক - সাধারণ মানুষের সাহায্যের জন্য পৌঁছে গেলেন জেলাশাসক

সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে শীতবস্ত্র প্রদানের জন্য বক্সা পাহাড়ের চুনাভাটির ডুকপা জনজাতির কাছে পৌঁছে গেলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা (DM Gave Service to Local People) ।

Alipurduar DM
ট্রেকিং করে পৌঁছে সাধারণ মানুষকে পরিষেবা দিলেন জেলাশাসক

By

Published : Dec 3, 2022, 10:16 PM IST

আলিপুরদুয়ার, 3 ডিসেম্বর:ট্রেকিং করে প্রত্যন্ত দুর্গম এলাকায় সাধারণ মানুষের সাহায্যের জন্য পৌঁছে গেলেন জেলাশাসক (Alipurduar DM) । বক্সা পাহাড়ের (Buxa) দুর্গম চুনাভাটি এলাকায় শীতবস্ত্র নিয়ে পৌঁছলেন সুরেন্দ্র কুমার মিনা। সুরেন্দ্র কুমার মিনার মতো আগে কোনও জেলাশাসককে এইভাবে পায়নি ওই এলাকার মানুষরা।

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, "বক্সা পাহাড়ের চুনাভাটি গ্রামের একটি পাহাড়ি গ্রামে ডুকপা উপজাতির এক বৃহৎ জনগোষ্ঠীর বাসস্থানে আজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে গিয়েছিলাম (DM Gave Service to Local People )। সেখানে পৌঁছতেই জেলাপ্রশাসনের পুরো দলকে এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্সা পাহাড়ে ট্রেক করতে হয়েছে। সকাল সাড়ে 6টার দিকে সানতালাবাড়ি থেকে জেলাপ্রশাসনের দল ট্রেনে করে পৌঁছয় সেখানে ৷"

তিনি আরও বলেন, "জেলাপ্রশাসনের এই ক্যাম্পে প্রথমে শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্যাম্পে মেডিক্যাল চেক-আপ করানো হয় ৷ এর জন্য আলাদা করে একটি মেডিক্যাল ক্যাম্প করা হয় ৷ এই পরিষেবার দ্বারা আমরা মানুষের এনেক কাছে পৌঁছতে পেরেছি ৷ আজকের অনুষ্ঠানটি জেলার সকল নাগরিকই প্রায় এই পরিষেবা পেয়েছে। চউনাভাড়ি গ্রামের 65টি পরিবারকে আজ শীতবস্ত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, চুনাভাটি স্কুলে কম্পিউটারও প্রদান করা হয়েছে ।"

আরও পড়ুন:বিসর্জনের কার্নিভাল বন্ধের দাবিতে জেলাশাসককে চিঠি বিদ্বজনেদের

ABOUT THE AUTHOR

...view details