পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

70 কিলোমিটার পায়ে হাঁটা, সাহায্যের হাত বাড়াল জেলা প্রশাসন - কোরোনা সচেতনতা

আজ আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে পণ্যবাহী লরিতে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হল রাজ্যের মালদা,মুর্শিদাবাদ,উত্তর দিনাজপুরের প্রায় 40 জন শ্রমিকদের ৷

District administration helped 40 workers in alipurduar to return to their homes
বাড়ির উদ্দেশ্যে 70 কিলোমিটার পায়ে হাঁটা, সাহায্যের হাত বাড়াল জেলা প্রশাসন

By

Published : Mar 28, 2020, 8:00 PM IST

আলিপুরদুয়ার, 28 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকরা ভিন জেলায় কাজ করতে গিয়ে আটকে পড়েন ৷ আজ এমনই কিছু অসম ফেরত শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় ৷ আজ আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে পণ্যবাহী লরিতে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হল রাজ্যের মালদা,মুর্শিদাবাদ,উত্তর দিনাজপুরের প্রায় 40 জন শ্রমিকদের ৷

কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ সবকিছু ৷ ফলে এ রাজ্য থেকে অসমে পাড়ি দেওয়া যুবকরা শুধুমাত্র কর্মহীন নয়, অনিশ্চিত হয়ে পড়ে তাদের বাড়ি ফেরা । এই অনিশ্চয়তায় আতঙ্কিত হয়ে মঙ্গলবার রাতে অসমের বঙ্গাইগাঁও থেকে একটি লরিতে বুধবার সকালে অসমের শ্রীরামপুরে এসে পৌঁছায় ওই শ্রমিকরা । বুধবার দুপুরে কিছু না খেয়ে একপ্রকার অনাহারে সকলে মিলে হাটতে শুরু করে । প্রায় 70 কিলোমিটার হেঁটে গতকাল সকালে তারা এসে পৌঁছায় আলিপুরদুয়ারে । এরপর আলিপুরদুয়ার 3 নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের সদস্যরা তাদের রাতের খাবার এবং ক্লাব ঘরে থাকার জায়গা দেয় । খবর দেওয়া হয় পুলিশকে ৷ খবর পেয়ে আজ সকালে তাদের সবাইকে থানায় নিয়ে আসে পুলিশ । এরপর তাদের ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করে জেলা পুলিশ । আজ বিকেলে সকলকে বাড়ি পাঠানো হয় । আগামীকাল সকালে ওরা ফিরবে ওদের বাড়িতে ।

বাড়ির উদ্দেশ্যে 70 কিলোমিটার পায়ে হাঁটা, সাহায্যের হাত বাড়াল জেলা প্রশাসন

আলিপুরদুয়ার জেলা ট্রাফিক OC জাকারিয়া আলি বলেন, " প্রথমে ওদের সকলকে একটি ক্লাবের ছেলেরা থাকা খাওয়ার ব্যবস্থা করে । পরে আমরা খবর পেয়ে ওদের যাওয়ার ব্যবস্থা করে দিই । " মালদার বাসিন্দা শ্রমিক শিপলব সরকার বলেন, " আমরা পায়ে হেঁটে অসম থেকে এখানে চলে এসেছি । আমরা বাড়ি ফিরতে চাই পুলিশ আমাদের পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে । " এভাবেই ঘরে ফেরার আনন্দে চোখে জল নিয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে পণ্যবাহী লরিতে আজ বিকেলে রওনা দিল নিরঞ্জন,শিপলব,আসাদুল, রশিদুলরা ৷

ABOUT THE AUTHOR

...view details