আলিপুরদুয়ার, 20 মে : অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বীরপাড়া রেল স্টেশন থেকে । আজ সকালে আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও রেল স্টেশনের শৌচাগার থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহটি।
বীরপাড়া স্টেশনে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, অনুমান পরিযায়ী শ্রমিক - deadbody recover
আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেশন থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ । তবে কী কারণে মৃত্যু, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
![বীরপাড়া স্টেশনে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, অনুমান পরিযায়ী শ্রমিক ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7273460-819-7273460-1589961541916.jpg)
স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃতদেহটি কোনও পরিযায়ী শ্রমিকের । কোনও ভাবে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে এই স্টেশনে এসে পৌঁছান তিনি । তারপর অসুস্থ হয়েই বা অনাহারে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । স্টেশনের দায়িত্বে থাকা GRP-র অনুমান মৃতদেহটি কোনও ভবঘুরের । GRP এবং বীরপাড়া থানার পুলিশ যৌথ তদন্তে নেমে ওই মৃতব্যক্তির কোনও পরিচয় জানতে পারেনি । মৃত্যুর কারণও এখনও জানা সম্ভব হয়নি।
অন্যদিকে, মৃতদেহে কোনও ধরনের আঘাতের চিহ্ন নেই । সেই কারণেই দেহটি পরিযায়ী শ্রমিকের বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ । আজ রেল পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে । তদন্তের স্বার্থে পুলিশ উদ্ধার হওয়া মৃত ব্যক্তির সমস্ত জিনিস নিজেদের হেপাজতে নিয়েছে ।