পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ রুখতে আলিপুরদুয়ারে জীবাণুনাশক স্প্রে প্রশাসনের

আলিপুরদুয়ার শহরকে জীবাণুমুক্ত করতে সকাল থেকে স্প্রে করা হল ।

By

Published : Apr 5, 2020, 5:08 PM IST

Updated : Apr 5, 2020, 5:14 PM IST

corona virus disinfactant spray by firebrigade at alipurduar
কোরোনা সংক্রমণ রুখতে আলিপুরদুয়ার জেলা শহরে জীবাণুনাশক স্প্রে

আলিপুরদুয়ার , 5 এপ্রিল : আলিপুরদুয়ার শহরে জীবাণুনাশক স্প্রে করা হল প্রশাসনের তরফে । ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী , মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকরা ৷ কোরোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকেও সচেতন করেন তাঁরা ৷

আজ সকাল 11টা থেকে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের সামনে থেকে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয় । শহরের বক্সা ফিডার রোড ধরে দমকলকর্মীরা জীবাণুনাশক স্প্রে করেন ৷ এরপর চৌপথি, আলিপুরদুয়ার কুমারগ্রাম রোড ধরে শহরের প্রায় 6 কিলোমিটার রাস্তায় এই জীবাণুনাশক স্প্রে করা হয় । স্প্রে করতে কাজে লাগানো হয় দমকলের 2টি ইঞ্জিন ৷ 11 জন কর্মী মিলে প্রায় 3 ঘণ্টা ধরে শহরে জীবাণুনাশক স্প্রে করেন । শহরের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি অফিস, হাট, বাজার প্রতিটি জায়গায় এই স্প্রে করা হয় ।

এবিষয়ে বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, "শহরকে জীবাণুমুক্ত করতে পৌরসভা, দমকলের সহযোগিতায় এই স্প্রে করা হচ্ছে । আমরা মানুষের কাছে আবেদন রাখছি প্রত্যেকে যেন লকডাউনের নিয়ম মেনে চলে । ইট্যালি, অ্যামেরিকাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত । "

Last Updated : Apr 5, 2020, 5:14 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details