আলিপুরদুয়ার, 15 এপ্রিল : লকডাউনের জেরে ঘরবন্দী মানুষ । বন্ধ পরিবহন পরিষেবাও । তবুও অত্যাবশ্যকীয় জিনিস কিনতে বা জরুরি দরকারে অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন । দরকারে পার্শ্ববর্তী জেলাতেও যেতে হচ্ছে । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আলিপুরদুয়ার-কোচবিহার সীমান্তবর্তী এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । রয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও । কেউ জেলায় ঢুকতে চাইলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পরই অনুমতি দেওয়া হচ্ছে ।
পুলিশ জানিয়েছে, এই লকডাউনেও কোচবিহার জেলার বহু মানুষ নানা দরকারে আলিপুরদুয়ারের ফালাকাটায় আসছেন । কিন্তু কারা কোচবিহারের, কারা আলিপুরদুয়ারের তা বোঝা সম্ভব হচ্ছিল না । ফলে ওই জেলার মানুষজনের থেকে আলিপুরদুয়ারে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছিল । এই পুলিশ পিকেট তৈরি হওয়ায় কারা কোচবিহার থেকে আসছেন তা বোঝা যাবে । এবং স্ক্রিনিং সেন্টার তৈরি হওয়ায়, তাঁদের মধ্যে কারও কোরোনা ভাইরাস আছে কি না তা বোঝা সম্ভব হবে । এতে কিছুটা হলেও সংক্রমণ ঠেকানো যেতে পারে ।