আলিপুরদুয়ার, 30 মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কোরোনা আইসোলেশন ওয়ার্ডটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুরদুয়ার 1 নং ব্লকের তপসিখাতার আয়ূষ হাসপাতালে ।
সোমবার বিকেলে নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলা শাসক, জেলার পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কোরোনা ভাইরাস নিয়ে ম্যারাথন বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ভিডিয়ো কনফারেন্সেই আলিপুরদুয়ারের জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে ফালাকাটা থেকে দ্রুত কোরোনা আইসোলেশন ওয়ার্ডটি সরিয়ে তপসিখাতার আয়ুষ হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । এদিকে গত শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডঃ পূরণ শর্মা তপসিখাতার আয়ূষ হাসপাতালটি পরিদর্শন করে যান ।