আলিপুরদুয়ার, 2 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে জেলায় বিক্ষোভ দেখাল কংগ্রেস ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়ানো হয় ৷
আলিপুরদুয়ারে যোগীর কুশপুতুল পোড়াল কংগ্রেস - congress rally
উত্তরপ্রদেশের হাথরসে কংগ্রেস নেতাদের নিগ্রহের ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ারে বিক্ষোভ কংগ্রেসের ৷ পোড়ানো হল যোগীর কুশপুতুল ৷
গতকাল, হাথরসে নির্যাতিতার বাড়ি যাচ্ছিলেন রাহুল গান্ধি,প্রিয়াঙ্কা গান্ধি ও অধীর চৌধুরি ৷ সেই সময় তাদের কনভয় আটকায় পুলিশ ৷ ধস্তাধস্তির জেরে পড়ে যান রাহুল ৷ সেই ঘটনার প্রতিবাদে আজ আলিপুরদুয়ার বক্সা ফিডার রোডের কলেজহল্টে এক ঘণ্টার পথ অবলম্বন করেন যুব কংগ্রেস কর্মীরা ৷ এরপরই থমকে যায় এলাকা ৷
এরপর দুপুর বারোটায় আবার বিক্ষোভ প্রদর্শন করেন জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ ৷ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা ৷ এরপর জ্বালানো হয় আদিত্যনাথের কুশপুতুল ৷ এই বিক্ষোভের নেতৃত্ব দেন যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু দেবনাথ, সানিয়া বর্ধন, সায়ন সাহা সুব্রত দাস, প্রমুখ ।