আলিপুরদুয়ার, 31 অক্টোবর: শপিং মলে গিয়ে নাকি চকোলেট চুরি করেছিলেন এক কলেজ ছাত্রী ! সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিয়োটি চোখে পড়ে অভিযুক্ত তরুণীরও ৷ অভিযোগ, এরপরই অপমানে আত্মঘাতী হন ওই ছাত্রী (College Girl Dies by Suicide) ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) জয়গাঁ থানা এলাকায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ওই তরুণী জয়গাঁ থানা এলাকার সুভাষ পল্লির বাসিন্দা ছিলেন ৷ তিনি স্নাতকস্তরের তৃতীয় বর্ষের পড়ুয়া ৷ রবিবার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ জয়গাঁ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ৷ ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ৷ তবে, প্রাথমিক তদন্তে পুলিশও মনে করছে, অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী ৷
আরও পড়ুন:নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায়
তরুণীর বাবার দাবি, গত 29 সেপ্টেম্বর একটি শপিং মলে গিয়েছিলেন তাঁর মেয়ে ৷ সেই সময় তরুণীর সঙ্গে তাঁর বোনও ছিলেন ৷ কিন্তু, সেই শপিং মল থেকে বেরোনোর সময় তাঁদের আটকানো হয় ৷ কর্তৃপক্ষের দাবি ছিল, ওই কলেজ ছাত্রী শপিং মল থেকে চকোলেট চুরি করেছেন ৷ হাতেনাতে ধরা পড়ার পর চুরির কথা নাকি স্বীকারও করেন তিনি ৷ সঙ্গে সঙ্গে চকোলেটের দাম মিটিয়ে দেন এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন ৷ বিষয়টি সেখানেই মিটে যায় ৷
কিন্তু, ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ এই ঘটনার ভিডিয়ো তৈরি করে তা সোশ্য়াল মিডিয়ায় আপলোড করেন দেন বলে অভিযোগ ৷ পরে এই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় ৷ তরুণীর বাবার অভিযোগ, তাঁর মেয়ের চোখে ওই ভিডিয়ো পড়ার থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ ঘটনার জেরে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই কলেজ ছাত্রী ৷ এর জেরেই তাঁর মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি ৷
এদিকে, রবিবার ওই তরুণীর দেহ উদ্ধারের পরই সংশ্লিষ্ট শপিং মলের বাইরে বিক্ষোভ দেখান মৃতার প্রতিবেশীরা ৷ যিনি বা যাঁরা ওই ঘটনার ভিডিয়ো তৈরি করে তা সোশ্য়াল মিডিয়ায় আপলোড করেছিলেন, তাঁদের খুঁজে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ তবে, এই ঘটনার পর শপিং মল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ৷