পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণে আহত 9 শ্রমিক - হিমঘরে গ্যাস চেম্বারে বিস্ফোরণ

আলিপুরদুয়ারে আলুর হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণ ৷ আহত হলেন নয়জন শ্রমিক ৷ দুপুর দু'টোয় দুর্ঘটনাটি ঘটে ৷

দুর্ঘটনায় আহত শ্রমিক

By

Published : Nov 14, 2019, 5:56 PM IST

আলিপুরদুয়ার, 14 নভেম্বর: আলুর হিমঘরের গ্যাস চেম্বারে বিস্ফোরণের জেরে আহত হলেন 9 জন শ্রমিক । আলিপুরদুয়ার-1 ব্লকের তপসিখাতার ঘটনা । আজ দুপুর দু'টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷

দুপুরের খাওয়ার পর হিমঘরের বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন শ্রমিক ৷ হঠাৎ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে হিমঘর চত্বর । হিমঘরের রাসায়নিক চেম্বারে বিস্ফোরণ হয় ৷ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ৷ গ্যাসে অসুস্থ হয়ে পড়েন হিমঘরে উপস্থিত 9 শ্রমিক । তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে দুই মহিলাকর্মীকে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ঘটনাস্থানে দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাস্থানে যায় আলিপুরদুয়ার থানার পুলিশও । বিকেল চারটে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় ।

আলিপুরদুয়ার রেডক্রস সোসাইটির সচিব স্বপন আচার্য ভাদুড়ি বলেন, " ঘটনার পরই আমরা হাসপাতালে পৌঁছাই । দু'জন মহিলা শ্রমিককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details