পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata at Tea Garden: জনসংযোগে সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী, করলেন শীতবস্ত্র বিতরণ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার সফরে আচমকাই চা বাগান শ্রমিকদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata at Tea Garden) ৷ সেখানে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি ৷ শীতবস্ত্র বিতরণ করলেন মমতা ৷

Mamata at Tea Garden ETV BHARAT
Mamata at Tea Garden ETV BHARAT

By

Published : Jan 17, 2023, 7:06 PM IST

সুভাষিনী চা বাগানের শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ মুখ্যমন্ত্রীর

আলিপুরদুয়ার, 17 জানুয়ারি: আচমকা চা বাগান পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেঘালয়ে যাবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে আসেন তিনি (CM Mamata Banerjee Surprise Visits at Tea Garden) ৷ সেখানে চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করেন তিনি ৷ মুখ্যমন্ত্রীক কাছে পেয়ে, নিজেদের সমস্যার কথা তুলে ধরেন চা বাগান শ্রমিকরা ৷ স্বাস্থ্য, বাসস্থান, রাস্তাঘাট-সহ সবরকম সমস্যা মুখ্যমন্ত্রীকে জানালেন তাঁরা ৷ আর তৎক্ষণাৎ জেলাশাসককে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দ্রুত সমস্যার সমাধান করা হোক ৷ এদিন চা বাগান শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি চা শ্রমিকরা ৷ শ্রমিক পরিবারের বাচ্চাদের সঙ্গেও কথা বলেন মমতা ৷ এদিন মুখ্যমন্ত্রীর চা বাগান পরিদর্শনের সময় তাঁর নিরাপত্তা কিছুটা শিথিল করা হয় ৷ ফলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে চা বাগান শ্রমিকরা কথা বলতে পারেন ৷ পাশাপাশি, তাঁর হাত থেকে শীতবস্ত্র নেন তাঁরা ৷ আজ হাসিমারায় মালঙ্গী বন বাংলোতে মুখ্যমন্ত্রী রাতে থাকবেন ৷ সেখান থেকে আগামিকাল মেঘালয় উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন মুখ্যমন্ত্রী শীতবস্ত্র বিতরণের পাশাপাশি, তৃণমূল স্তরে মানুষের সমস্যা এবং সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করেন ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷ এদিন মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর সফর সঙ্গী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মূলত, মেঘালয়ে নির্বাচনী কমর্সূচিতে যোগ দেওয়ার জন্যই তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলিপুরদুয়ারে এসেছেন বলে তৃণমূল সূত্রে খবর ৷

আরও পড়ুন:বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, কলেজিয়াম বিতর্কে মন্তব্য মমতার

আগামিকাল মেঘালয়ে জনসভার সেরে তিনি ফের আলিপুরে ফিরে আসবেন ৷ এখানে 19 জানুয়ারি সুভাষিনী চা বাগানের মাঠে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বেশকিছু প্রকল্পের শিল্যান্যাসও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবারই তিনি কলকাতায় ফিরে যাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details