পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ম না মেনেই চলছে বাজার, অভিযোগ উঠল খোদ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে - covid updates

কোরোনা সংক্রমণের বিষয় উপেক্ষা করে নিয়ম না মেনে বাজার করার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ।

By

Published : Mar 27, 2020, 6:56 PM IST

অলিপুরদুয়ার, 27 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার । একই নির্দেশ জারি করেছে রাজ্য সরকারও । প্রশাসনিক কর্তা বা প্রশাসনিক আধিকারিকরা বারবারই সচেতনার বার্তা দিচ্ছেন । চলছে মাইকিংও । আইন অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে । কিন্তু সেই সব তোয়াক্কা না করে খোদ সিভিক ভলান্টিয়ারকেই দেখা গেল ভিড় বাজারে সকলের সঙ্গে দাঁড়িয়ে বাজার করতে ।

লকডাউনের নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল খোলা থাকবে অত্যাবশকীয় পণ্যের দোকান । যে কারণে খোলা রয়েছে আলিপুরদুয়ারের প্রায় সবক'টি বাজার । ভিড় নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে । যারা সব নির্দেশ লঙ্ঘন করে বাজারে ভিড় করছে তাদের কপালে জুটছে পুলিশ বা সিভিক ভলান্টিয়ারের পেটাই । বুঝিয়ে কাজ না হলে এভাবে মানুষকে ঘরমুখী করছে তারা । কিন্তু সেই পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত সিভিক ভলান্টিয়ারকেই বাজারে দূরত্ব না নেমে, নিয়ম না মেনে বাজার করতে দেখায় উঠতে শুরু করেছে প্রশ্ন । বাজারে উপস্থিত অনেকেই বলছেন, যাদের দেখে মানুষ সচেতন হচ্ছে তারাই যদি নিয়ম না মানে তাহলে বাকিরা কীভাবে সচেতন হবে ।

এই দুই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details