পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুটানের কর্দমাক্ত জলে ভাসছে আলিপুরদুয়ারের চাইনিজ় লাইন - চাইনিজ লাইন

ইতিমধ্যেই চাইনিজ় লাইনের বেশ কয়েকটি বসত বাড়িতে জল ঢুকে পড়েছে । চাইনিজ় লাইনের বাসিন্দা তিলক কাটোয়াল,গোমা প্রধান, সঞ্জীব জয়সওয়ালরা জানান ভারত-ভুটান সীমান্তের ওই দুর্বল প্রাচীর ভেদ করে অনবরত ভুটানের নোংরা জল প্রবেশ করছে এদেশে ।

চাইনিজ লাইন
চাইনিজ লাইন

By

Published : May 27, 2020, 6:02 PM IST

আলিপুরদুয়ার, 27 মে: ভুটানের নোংরা জলে ভাসল আলিপুরদুয়ারের জয়গাঁ শহরের চাইনিজ় লাইন । গত পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ভুটানের দুর্বল সীমানা প্রাচীর ভেদ করে ভারত-ভুটান সীমান্তের জয়গা শহরের চাইনিজ় লাইনে হু হু করে জল ঢুকতে শুরু করে । ভুটানের থেকে আসা নোংরা, আবর্জনা জলে কার্যত নাজেহাল এদেশের চাইনিজ় লাইনের বাসিন্দারা ।

ইতিমধ্যেই চাইনিজ় লাইনের বেশ কয়েকটি বসত বাড়িতে জল ঢুকে পড়েছে । চাইনিজ় লাইনের বাসিন্দা তিলক কাটোয়াল,গোমা প্রধান, সঞ্জীব জয়সওয়ালরা জানান ভারত-ভুটান সীমান্তের ওই দুর্বল প্রাচীর ভেদ করে অনবরত ভুটানের নোংরা জল প্রবেশ করছে এদেশে । ভুটান থেকে আসা এই নোংরা জল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে খোকলাবস্তি, ঝরনাবস্তি, সহ জয়গার বিস্তীর্ণ এলাকায় । এর জেরে ভুটানের দূষণ ছড়িয়ে পড়ছে জয়গা শহরে । স্থানীয় বাসিন্দারা আশঙ্কা, সামনেই বর্ষার মরশুম । ভুটানের দুর্বল প্রাচীর যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে । বর্ষা আগমনের আগেই যদি ভুটান এই প্রাচীর মেরামত না করে তবে ভুটানের পাহাড়ের জল এবং নর্দমার নোংরা জলে ভাসবে গোটা জয়গা শহর ।

ভুটানের দূষিত নোংরা জল আসা বন্ধ করতে জয়গার তিনটি এলাকার মানুষ গ্রামপঞ্চায়েত প্রধান এবং জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির দ্বারস্থ হয়েছে । জয়গাঁ গ্রামপঞ্চায়েত প্রধান পূর্বা লামা বলেন, "স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে গ্রামপঞ্চায়েত অফিসে এসে অভিযোগ জানিয়েছে । আমরা বিষয়টি জেলা প্রশাসন এবং জয়গা ডেভলপমেন্ট অথরিটিকে জানিয়েছি । প্রশাসনিকভাবে তারা ভুটান সরকারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন ।"

আলিপুরদুয়ারের জেলা শাসক তথা জয়গা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, ভুটানের ফুন্টশোলিং জেলার কর্তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details