আলিপুরদুয়ার, 27 মে: ভুটানের নোংরা জলে ভাসল আলিপুরদুয়ারের জয়গাঁ শহরের চাইনিজ় লাইন । গত পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ভুটানের দুর্বল সীমানা প্রাচীর ভেদ করে ভারত-ভুটান সীমান্তের জয়গা শহরের চাইনিজ় লাইনে হু হু করে জল ঢুকতে শুরু করে । ভুটানের থেকে আসা নোংরা, আবর্জনা জলে কার্যত নাজেহাল এদেশের চাইনিজ় লাইনের বাসিন্দারা ।
ইতিমধ্যেই চাইনিজ় লাইনের বেশ কয়েকটি বসত বাড়িতে জল ঢুকে পড়েছে । চাইনিজ় লাইনের বাসিন্দা তিলক কাটোয়াল,গোমা প্রধান, সঞ্জীব জয়সওয়ালরা জানান ভারত-ভুটান সীমান্তের ওই দুর্বল প্রাচীর ভেদ করে অনবরত ভুটানের নোংরা জল প্রবেশ করছে এদেশে । ভুটান থেকে আসা এই নোংরা জল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে খোকলাবস্তি, ঝরনাবস্তি, সহ জয়গার বিস্তীর্ণ এলাকায় । এর জেরে ভুটানের দূষণ ছড়িয়ে পড়ছে জয়গা শহরে । স্থানীয় বাসিন্দারা আশঙ্কা, সামনেই বর্ষার মরশুম । ভুটানের দুর্বল প্রাচীর যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে । বর্ষা আগমনের আগেই যদি ভুটান এই প্রাচীর মেরামত না করে তবে ভুটানের পাহাড়ের জল এবং নর্দমার নোংরা জলে ভাসবে গোটা জয়গা শহর ।