আলিপুরদুয়ার, 5 এপ্রিল : তাল কাটল মন্ত্রী অরূপ বিশ্বাসের রোড শো। মন্ত্রীকে একপ্রকার ছাপিয়ে মিছিলের মধ্যমণি হয়ে উঠল পথ হারানো বাছুর।
অরূপ বিশ্বাসের রোড শোতে হাঁটল বাছুর ! - অরূপ বিশ্বাস
অরূপ বিশ্বাসের রোড শো-তে হাঁটল সে। এককথায় মধ্যমণি হয়ে উঠল। তখন তাকে তাড়াতে ব্যস্ত সবাই। কিন্তু, মিছিল ছেড়ে যায়নি বাছুরটি।
গতকাল সকালে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের সামনে থেকে বক্সা ফিডার রোডে শুরু হয় অরূপ বিশ্বাসের রোড শো। আলিপুরদুয়ার পৌর এলাকার ২০টি ওয়ার্ডের তৃণমূল সমর্থকদের নিয়ে এই রোড শো হয়। মিছিলটি আলিপুরদুয়ার কুমারগ্রাম রোড ধরে শোভাগঞ্জ বাস টার্মিনাসের সামনে গিয়ে শেষ হয়।
ভিড়ে ঠাসা রোড শোয়ে পথ হারিয়ে মিছিলের মাঝে আচমকাই ঢুকে পড়ে বাছুরটি। মিছিলের সাথে প্রায় দুই কিলোমিটার হাঁটে। বাছুরটিকে মিছিল থেকে বের করতে তৎপর হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা। কিন্তু বের করা যায়নি। সে হেঁটে চলে আপনমনে। মিছিলের মাঝখান দিয়েই। কখনও কখনও আবার ধাক্কা দেয় মহিলা কর্মীদের।