পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 19, 2019, 4:29 AM IST

Updated : Oct 19, 2019, 10:41 AM IST

ETV Bharat / state

27 বছর পর উৎকৃষ্ট কমলালেবু ফলনের আশায় বক্সা

1993 সালে বন্যার পর ক্ষতিগ্রস্ত হয়েছে কমলালেবু চাষ৷ তবে চলতি বছরে ফলন ভালই ৷ আশায় বুক বাঁধছেন কৃষিজীবীরা ৷

27 বছর পর উৎকৃষ্ট কমলালেবু ফলনের আশায় বক্সা

বক্সা, 19 অক্টোবর : শীতকাল মানেই প্রথমে কী মনে পড়ে সোয়েটার, পিকনিক, পিঠে-পুলি ৷ আর ? অবশ্যই রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবু খাওয়া ৷ গত শীতের তুলনায় এবার কমলালেবুপ্রেমীদের মুখের হাসি বেশ চওড়া হওয়ার কথা ৷ কারণ বক্সার কমলা উপত্যকা ৷ প্রায় 27 বছর পর বক্সা পাহাড়ের গণ্ডি পেরিয়ে জেলায় আসতে চলেছে বক্সার কমলালেবু । 1993 সালে বন্যাবিধ্বস্ত বক্সা পাহাড়ে চলতি বছরে ফের সারি সারি কমলা আভা ৷

বক্সা পাহাড়ের, চুনাভাটি, আদমা, লেপচাখার বাগানগুলোয় সবুজ কমলালেবু রঙ বদলের হবার অপেক্ষায় প্রহর গুনছে । দু-এক জনের গায়ে ইতিমধ্যেই লেগেছে কমলা আভা । সবুজ পাতার ফাঁকে দলে দলে কমলা লেবু জানান দিচ্ছে পূর্বসূরিদের গৌরব ফিরিয়ে আনতে তারাও যেন প্রস্তুত ।

বক্সা পাহাড় কমলালেবুর জন্য বেশ বিখ্যাত । এখানে প্রচুর কমলালেবুর চাষ হত এবং প্রচুর কমলালেবুর বাগানও ছিল । এখানকার বাসিন্দাদের প্রধান পেশা ও অর্থনীতি নির্ভর করত কমলালেবুর চাষের উপর । তবে সে গৌরব অনেকটাই মলিন এখন । এলাকার প্রাথমিক শিক্ষক বিকাশ থাপা বলেন, '' একটা সময় নেপাল থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসা হত বক্সাতে ৷ কমলালেবু গাছ পরিচর্যা ও কমলা পাহাড় থেকে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁদেরই । সন্তলাবাড়িতে নিয়ে কমলালেবু প্যাকেটজাত হত এবং সেখান থেকে দেশে-বিদেশে কমলালেবু রপ্তানি হত ।''

দীর্ঘ কয়েক বছর ধরে যে পরিমাণ কমলালেবু চাষ হয়, তা স্থানীয়দের জন্যও পর্যাপ্ত নয় । আকার ও স্বাদের জন্য বিখ্যাত কমলালেবু ফলনে সমস্যা রয়েছে । বর্তমানে কমলালেবু যতটুকুই চাষ হয় হয়, তা অনেকটাই ছোটো এবং আগের মত অত সুস্বাদু নেই । তবে বহু বছর পর ফের বক্সায় প্রচুর পরিমাণে কমলালেবু চাষ হয়েছে । এমনটাও জানান বিকাশবাবু ৷

বক্সা পাহাড়ের বাসিন্দা নিমা ডুকপার কথায়, 1993 সালে বন্যার কারণে আগের মতো ভালো কমলালেবু চাষ হয় না । তবে দীর্ঘদিন বাদে ফের বক্সায় কমলালেবুর চাষ হওয়াতে খুশি পাহাড়ের মানুষজন৷'' স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে আবেদন করেছেন, প্রশাসন এখানকার মাটি পরীক্ষা করে দেখুক ৷ চাষাবাদের সুষ্ঠু ব্যবস্থা কথাও বলা হয়েছে আবেদনে । তবে বক্সা পাহাড়ে চলতি বছরের কমলালেবুর ফলন যে প্রত্যেকের মনে আশার সঞ্চার করছে তা বলাই বাহুল্য ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Oct 19, 2019, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details