আলিপুরদুয়ার, 11 এপ্রিল : ভোটের শেষে মুড়ি, গুড়, চা, পান, ঠান্ডা জল দিয়ে ভোটারদের বিদায় জানালেন BJP কর্মীরা। ডুয়ার্সের মেটেলি এলাকার ঘটনা। ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এলেই ভোটারদের হাতে দেওয়া হল প্যাকেট। ছিল মুড়ি, গুড়, বোঁদে। খাওয়ানো হল চা, পান।
ভোট শেষে মিলল চা-মুড়ি-বোঁদে, সৌজন্যে BJP - aliporeduar
ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এলেই ভোটারদের হাতে দেওয়া হল প্যাকেট। ছিল মুড়ি, গুড়, বোঁদে। খাওয়ানো হল চা, পান। সৌজন্যে BJP কর্মীরা।
BJP
রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার লোকসভা আসনের মধ্যে ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া এলাকার ২১/৮৯ এবং ২১/৯০ বুথের BJP কর্মীরা এই উদ্যোগ নেন। তাঁদের দাবি, তীব্র দাবদাহের মধ্যে ভোটাররা ভোট দিতে এসেছেন। তাই, তাঁদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
BJP নেতাদের কথায়, ভোট শান্তিপূর্ণ হোক এই আশাই করছি। সকল ভোটারদের জন্য এই আয়োজন। যাতে ভোটাররা খালি হাতে বাড়ি না ফেরেন তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ভোট দিয়ে ফেরার পথে প্যাকেট পেয়ে খুশি ভোটাররাও।