জলপাইগুড়ি, 3 জুন : মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় (Bengal Minister Pulak Roy Visits Preparations for Mamata Banerjee Rally) । আগামী 7 জুন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন পঞ্চায়েত মন্ত্রী ৷
এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউজে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক তিন জেলাকে নিয়ে বৈঠক করেন । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চায়েত দফতর ও জন স্বাস্থ্য কারিগরি দফতরের কাজের অগ্রগতি নিয়েও মন্ত্রীরা বৈঠক করেন । বৈঠক কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, আলিপুরদুয়ারের জেলশাসক সুরেন্দ্র কুমার মিনা, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা উপস্থিত ছিলেন ।