পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেউ নার্ভাস, কেউ আনন্দিত ; নির্বাচনী ডিউটিতে মহিলা ভোটকর্মীরা - নির্বাচন 2021

করোনা পরিস্থিতিতে বেড়েছে ভোটগ্রহণ কেন্দ্র ৷ বেড়েছে মহিলা ভোটগ্রহণ কেন্দ্র ৷ পাশাপাশি বেড়েছে মহিলা ভোটকর্মী ৷

কী ভাবছেন মহিলা ভোটকর্মীরা
কী ভাবছেন মহিলা ভোটকর্মীরা

By

Published : Apr 9, 2021, 5:38 PM IST

কোচবিহার ও আলিপুরদুয়ার, 9 এপ্রিল : যে রাঁধে, সে চুলও বাঁধে ৷ ভোট প্রক্রিয়াতেও এর অন্যথা হবে কেন ? চতুর্থ দফায় উত্তরবঙ্গে কোচবিহার এবং অলিপুরদুয়ারে ভোটগ্রহণ ৷ করোনা পরিস্থিতিতে বেড়েছে বুথের সংখ্যা ৷ পাশাপাশি বেড়েছে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা । একই ভাবে বেড়েছে মহিলা ভোটকর্মীও ৷

কোচবিহারে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪০৩ । মহিলা ভোটকর্মীর সংখ্যা ১৯৩৬ । শুক্রবার কোচবিহার পলিটেকনিক কলেজে ভোটের সরঞ্জাম মিলিয়ে দেখে নিতে দেখা গেল মহিলা ভোটকর্মীদের । বেশিরভাগ মহিলারই প্রথমবার ভোটের কাজের সুযোগ পেয়েছেন ৷ তাই তাঁরা এবিষয়ে একটু নার্ভাস ৷ পাশাপাশি এই কাজ করতে পেরে তাঁরা বেশ আনন্দিতও ৷ এই প্রথমবার আলিপুরদুয়ারে ভোটগ্রহণ করবেন মহিলারা ৷ আলিপুরদুয়ার জেলায় এবার মহিলা পরিচালিত বুথের সংখ্যা ২৩৯ । আলিপুরদুয়ার জেলার মহিলা ভোট কর্মীরা জানান, এই প্রথম তাঁরা ভোট করাতে যাচ্ছেন, তাই বিষয়টি নিয়ে একটু চিন্তিত ৷ তবে কেন্দ্রীয় বাহিনী থাকায় অনেকটাই নিশ্চিন্ত তাঁরা ৷

কী ভাবছেন মহিলা ভোটকর্মীরা

আরও পড়ুন : ত্রিশঙ্কু হলে বিজেপির হাত ধরবে মমতা, দাবি অধীরের

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে মহিলা বুথ রয়েছে ৫৫টি,আলিপুরদুয়ার বিধানসভার মহিলা বুথ রয়েছে ১১৬টি । ফালাকাটাতে ৫২টি মহিলা বুথ রয়েছে । পাশাপাশি মাদারিহাটে মহিলা বুথ রয়েছে ৩৫টি । জেলায় স্পর্শকাতর বুথ রয়েছে ৩০০টি ৷ বক্সার জঙ্গল সংলগ্ন বুথ রয়েছে ১১৮টি ।

ABOUT THE AUTHOR

...view details