কালচিনি, 6 এপ্রিল : মোদি ভ্য়াঙালে খুশিই হবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ কালচিনির সভা থেকে এবিষয়ে নিজের মত জানিয়ে দিলেন তিনি ৷
আজ আলিপুরদুয়ারের কালচিনিতে জনসভা করেন মমতা ৷ সেখানে কেন্দ্রীয় বাহিনী ও মোদির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ সভায় মমতা বলেন, "(মোদি) প্রতি ইলেকশনের দিন আসেন আর মিটিং করে ভাষণ দেন ৷ আর বলেন, দিদি...দিদি... ৷ ব্য়াঙাচি জানেন তো ব্য়াঙাচি, ব্য়াঙের বাচ্চাকে বলে ব্যাঙাচি আর ওরা দেয় ভ্য়াঙাচি ৷ মানে আমাকে ভ্য়াঙাচ্ছে ৷ আমাকে যত ভ্য়াঙাবে আমি তত খুশি ৷ তার মানে আমার ইমপর্টেন্স আছে বলেই তো ভ্য়াঙাচ্ছ ৷ "
আরও পড়ুন-আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: সুজাতা
বাংলায় ভোট প্রচারে এসে দিদি...ও দিদি... শব্দবন্ধ শোনা গিয়েছে মোদির গলায় ৷ যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী আসলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অপমান করেছেন ৷ যদিও বিজেপির পাল্টা দাবি, দিদি বলে ডাকায় অসম্মানের কী আছে ?
এসবের মাঝে আজ এনিয়ে মুখ খুললেন মমতা ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর গুরুত্ব রয়েছে সেকারণে তাঁকে 'ভ্য়াঙাচ্ছে' ৷ এতে তিনি খুশি হচ্ছেন বলেও জানিয়ে দেন ৷
শব্দবন্ধের লড়াইয়ে মোদি-মমতা