পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালচিনির সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে তোপ মমতার - assembly election 2021

আজ তৃতীয় দফার নির্বাচন চলছে রাজ্য়ে ৷ সকাল থেকে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা দিয়েছে তৃণমূল ৷ এনিয়ে আজ সকালে একটি টুইটও করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ সেখানেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷ একই সুর শোনা গেল কালচিনির সভাতেও ৷

Mamata
মমতার সভা (ফাইল ফোটো)

By

Published : Apr 6, 2021, 1:52 PM IST

কালচিনি, 6 এপ্রিল : কালচিনির সভা থেকে ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ সকালে আলিপুরদুয়ারের কালচিনিতে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন ৷

আজ তৃতীয় দফার নির্বাচন চলছে রাজ্য়ে ৷ সকাল থেকে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা দিয়েছে তৃণমূল ৷ এনিয়ে আজ সকালে একটি টুইটও করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ সেখানেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷ একই সুর শোনা গেল কালচিনির সভাতেও ৷

আরও পড়ুন- মমতার রাগ দেখেই বোঝা যায় তৃণমূল হারছে: কোচবিহারে মোদি

কালচিনির সভায় মমতা অভিযোগ করেন, আজ সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী ৷ আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ এবং খানাকুলের তৃণমূলের কংগ্রেসের প্রার্থী নাজবুল করিমের উপর হামলার তীব্র নিন্দা করে মমতা বলেন, "আমাদের প্রার্থীদের মারা হয়েছে ৷ " তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ ভোটে খুন হওয়া প্রসঙ্গেও কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তোলেন মমতা ৷ এবিষয়ে তিনি বলেন ,"নির্বাচন চলাকালীন কেন সাত-আটটি খুন হল?"

পরবর্তীতে এই ধরনের কাজ করলে কী পদক্ষেপ নেওয়া হবে তাও জানিয়ে দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ার বহির্ভুত কোনও কাজ করলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করুন ৷ রিটার্নিং অফিসারকে জানান ৷ "

মমতার কথায়, কেন্দ্রীয় বাহিনীর এই অতিসক্রিয়তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে হচ্ছে ৷ তাঁর সভায় যেহেতু লোক হচ্ছে না তাই দিল্লিতে গিয়ে এই নির্দেশ দিচ্ছেন নাড্ডা ৷

ABOUT THE AUTHOR

...view details