পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Slams Modi: সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার - একশো দিনের কাজ

আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকে বৃহস্পতিবার বিজেপি (BJP) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় প্রকল্প নিয়েও বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি (Mamata Slams Union Government) ৷

Mamata Slams Modi
Mamata Slams Modi

By

Published : Jan 19, 2023, 2:43 PM IST

Updated : Jan 19, 2023, 3:43 PM IST

আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি ব্যবহার করে ৷ এই নিয়ে এবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সর্বত্র মোদির মুখ ব্যবহার করা নিয়ে কটাক্ষও করলেন ৷ তবে একবারও তিনি প্রধানমন্ত্রীর নাম মুখে আনেননি ৷ তিনি শুধু বলেছেন, ‘‘সব জায়গায় একটাই মুখ ৷ উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন ৷ তাহলে মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক ৷’’

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই এই অভিযোগ করেছেন তিনি ৷ এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘উনি মেরে দিয়েছেন, উনি কোভিড দিয়েছেন, নোটবন্দি দিয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন ৷’’ তার পর বিজেপি ও মোদির উদ্দেশ্যে নাম না করে তাঁর পরামর্শ, ‘‘সব জায়গায় ছবি থাকলে হয় না ৷ মানুষের মনে জায়গা করে নিতে হয় ৷’’

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ: এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ফের সরব হন কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়ার ইস্যু নিয়ে ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার সব তহবিল বন্ধ করে দিয়েছে ৷ একশো দিনের কাজে (MGNREGS) 6 হাজার কোটি টাকা পায় রাজ্য ৷ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি ৷ তার পরও রাজ্য সরকার 10 লক্ষ কর্মদিবস তৈরি করেছে বলে দাবি মমতার ৷

আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে কর আদায় নিয়েও সরব হয়েছেন মমতা ৷ তাঁর দাবি, রাজ্য সরকার কর আদায় করে না ৷ কর আদায় করে কেন্দ্রীয় সরকার ৷ তার থেকে 60 শতাংশ টাকা পায় রাজ্য ৷ সেটাও দেওয়া হচ্ছে না ৷ তা সত্ত্বেও তল্লাশি করা হয়েছে ৷ সব টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে ৷ এর পরই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি দেখতে চাই ক’দিন এটা চলে ৷ আমি ভিক্ষে করার লোক নই ৷ ভিক্ষে চাইব না ৷’’

প্রধানমন্ত্রী আবাস যোজনা: এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) নিয়েও সরব হয়েছে ৷ দাবি করেছেন, এই প্রকল্পে 11 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে ৷ কিন্তু সেই টাকা দেয়নি কেন্দ্র ৷ 50 লক্ষ বাড়ির আবেদন পড়ে রয়েছে ৷ সমীক্ষা করে 17 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে ৷ তার পরও টাকা দেয়নি কেন্দ্র ৷ এই প্রকল্পের অর্থ আদায় নিয়েও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘‘আগামিদিনে টাকা না দিলে কী করে আদায় করতে হয় বুঝে নেব ৷’’

বার কাউন্সিলের প্রতিনিধি দল নিয়ে ক্ষোভ: মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দিল্লির বার কাউন্সিল এখানে চলে আসছে ৷ প্রধান বিচারপতি আছেন ৷ এখানকার বার কাউন্সিলর আছে ৷ তারা দেখবে ৷ কেন্দ্রের কাছে তাঁর দাবি, বিএসএফ কাউকে গুলি করে মারলে টিম পাঠানো হোক ৷ উত্তরপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে টিম পাঠানো হোক ৷

লোকসভা নির্বাচন নিয়ে তোপ: আগামী বছর লোকসভা নির্বাচন ৷ এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ৷ সেই নিয়েও এদিন মমতা তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ তাঁর কথায়, নির্বাচনের এক বছর আগে দু’টো বই দিয়ে মগজ ধোলাই করছে, মানুষের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে ৷

বঙ্গভঙ্গ: এদিন আবারও বঙ্গভঙ্গের অভিযোগ নিয়ে সরব হয়েছেন মমতা ৷ তাঁর দাবি, ‘‘অনেকে অনেক কথা বলবে৷ সারাক্ষণ শুধু ভাগ করতে চাইছে ৷ কেন প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে ? তাঁর অভিযোগ, ‘‘এনজেপি স্টেশন বিশ্বমানের করে দিয়েছি ৷ কত ট্রেন দিয়েছি ৷ সব বন্ধ করে দিয়েছে ৷’’

আরও পড়ুন:মানুষকে নমস্কার করে যাও..., প্রশাসনিক সভার মঞ্চে অভিষেককে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

Last Updated : Jan 19, 2023, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details