আলিপুরদুয়ার, 19 জানুয়ারি: বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি ব্যবহার করে ৷ এই নিয়ে এবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সর্বত্র মোদির মুখ ব্যবহার করা নিয়ে কটাক্ষও করলেন ৷ তবে একবারও তিনি প্রধানমন্ত্রীর নাম মুখে আনেননি ৷ তিনি শুধু বলেছেন, ‘‘সব জায়গায় একটাই মুখ ৷ উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন ৷ তাহলে মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক ৷’’
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই এই অভিযোগ করেছেন তিনি ৷ এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘উনি মেরে দিয়েছেন, উনি কোভিড দিয়েছেন, নোটবন্দি দিয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন ৷’’ তার পর বিজেপি ও মোদির উদ্দেশ্যে নাম না করে তাঁর পরামর্শ, ‘‘সব জায়গায় ছবি থাকলে হয় না ৷ মানুষের মনে জায়গা করে নিতে হয় ৷’’
কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ: এদিন একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ফের সরব হন কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়ার ইস্যু নিয়ে ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার সব তহবিল বন্ধ করে দিয়েছে ৷ একশো দিনের কাজে (MGNREGS) 6 হাজার কোটি টাকা পায় রাজ্য ৷ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হয়নি ৷ তার পরও রাজ্য সরকার 10 লক্ষ কর্মদিবস তৈরি করেছে বলে দাবি মমতার ৷
আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে কর আদায় নিয়েও সরব হয়েছেন মমতা ৷ তাঁর দাবি, রাজ্য সরকার কর আদায় করে না ৷ কর আদায় করে কেন্দ্রীয় সরকার ৷ তার থেকে 60 শতাংশ টাকা পায় রাজ্য ৷ সেটাও দেওয়া হচ্ছে না ৷ তা সত্ত্বেও তল্লাশি করা হয়েছে ৷ সব টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে ৷ এর পরই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি দেখতে চাই ক’দিন এটা চলে ৷ আমি ভিক্ষে করার লোক নই ৷ ভিক্ষে চাইব না ৷’’